×

সারাদেশ

মহেশখালীতে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৩, ০৯:৪৩ পিএম

মহেশখালীতে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র উপহারস্বরূপ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ ব্যবহৃত ট্যাব বিতরণ করেন মহেশখালী-কুতুবদিয়ার সংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার অডিটোরিয়ামে মহেশখালী পরিসংখ্যান অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে মহেশখালীর বিভিন্ন বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের ট্যাব বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রর্যায়ক্রমে ৪৯২টি ট্যাব বিতরণ করা হবে বলে জানা যায়। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিনের সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-পরিসংখ্যান অফিসার সুব্রত রঞ্জন হাজরা। এসময় আরও বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শরীফ বাদশা, মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, মহেশখালী উপজেলার সমাজসেবা অফিসার দিদার আলম। স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন, স্কুল-কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হলে দেশ এগিয়ে যাবে। বর্তমান সরকার শিক্ষার ক্ষেত্রে সকল সুযোগ সুবিধা দিয়ে আসছে। ছাত্র-ছাত্রীদের বিতরণকৃত ট্যাব গুলো শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করার জন্য আহবান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App