×

সারাদেশ

চবিতে সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সিইউজেএনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৩, ০৬:০৭ পিএম

চবিতে সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সিইউজেএনের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চবি সাংবাদিক সমিতির এলামনাই সংগঠনের নেতৃবৃন্দ চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। চবি সাংবাদিক সমিতির এলামনাই সংগঠন 'চিটাগং ইউনিভার্সিটি এক্স জার্নালিস্ট নেটওয়ার্ক' এর নেতৃবৃন্দ এসময় উপাচার্যের পাশাপাশি উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদারের সঙ্গেও সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে চবি উপাচার্য ও প্রক্টর কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন-সিইউজেএনের সভাপতি ও দৈনিক আমাদের সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান হামিদ উল্লাহ, সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভ, যুগ্ম সাধারণ ওমর ফারুক, দপ্তর সম্পাদক হুমায়ুন মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসনীম হাসান, কার্যনির্বাহী সদস্য ইফতেখার ফয়সালসহ চবিসাসের সাবেক ও বর্তমান নেতারা। এসময় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, অনেক ব্যস্ততার মধ্যেও আমরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেছি। একদিনের মধ্যেই তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। ডিসিপ্লিনারি কমিটির সদস্যদের ডাকা হয়েছে, খুব দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই এ ঘটনায় বাদী হয়ে মামলা করবে। চবি প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, তদন্ত কমিটি এরইমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এতো দ্রুত প্রতিবেদন জমা আগে হয়নি। উপাচার্য মহোদয় খুবই গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন। শুধু সাংবাদিক না, একজন সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে ভেবে ঘটনার বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে চাই আমরা। সাক্ষাৎ শেষে সিইউজেএনের সভাপতি হামিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক সবুর শুভ সাংবাদিকদের বলেন, অতীতেও এরকম ঘটনা ঘটেছে। কিন্তু কোনো বিচার হয়নি। এরফলে বিশ্ববিদ্যালয়ে একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। আমরা আশা করব, বিশ্ববিদ্যালয় প্রশাসন দোস্ত মোহাম্মদকে হত্যাচেষ্টার বিচার করে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App