×

সারাদেশ

রাজশাহীতে কাউন্সিলর হলেন যারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩, ০৯:২২ পিএম

রাজশাহীতে কাউন্সিলর হলেন যারা

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর পদে (সাধারণ) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন যারা তাদের নাম ওয়ার্ড ভিত্তিক নিচে দেওয়া হলো-

ওয়ার্ড নম্বর- ১ এ মো. রজব আলী ( আওয়ামী লীগ), ওয়ার্ড নম্বর- ২ এ নজরুল ইসলাম (আওয়ামী লীগ), ওয়ার্ড নম্বর- ৩ এ কামাল হোসেন (আওয়ামী লীগ), ওয়ার্ড নম্বর- ৪এ আশরাফুল ইসলাম বাবু (আওয়ামী লীগ), ওয়ার্ড নম্বর- ৫ এ কামরুজ্জামান,ওয়ার্ড নম্বর- ৬ এ নুরুজ্জামান টুকু (আওয়ামী লীগ), ওয়ার্ড নম্বর- ৭ এ মতিউর রহমান মতি (ওয়ার্কার্স পার্টি), ওয়ার্ড নম্বর- ৮ এ জানে আলম খান জনি (আওয়ামী লীগ), ওয়ার্ড নম্বর- ৯ এ রাসেল জামান (আওয়ামী লীগ), ওয়ার্ড নম্বর- ১০ এ আব্বাস আলী সরদার (আওয়ামী লীগ), ওয়ার্ড নম্বর- ১১ এ আবু বক্কর কিনু (বিএনপি), ওয়ার্ড নম্বর- ১২ এ শরিফুল ইসলাম বাবু (সিপিবি), ওয়ার্ড নম্বর- ১৩ এ মো. আব্দুল মমিন (আওয়ামী লীগ),ওয়ার্ড নম্বর- ১৪ এ আনোয়ার হোসেন আনার (আওয়ামী লীগ), ওয়ার্ড নম্বর- ১৫ এ আব্দুল সোবহান লিটন (বিএনপি), ওয়ার্ড নম্বর- ১৬ এ বেলাল আহমেদ (বিএনপি), ওয়ার্ড নম্বর ১৭ এ আলহাজ্ব শাহাদত আলী সাহু (আওয়ামী লীগে), ওয়ার্ড নম্বর- ১৮ এ মো. শহিদুল ইসলাম পচা (আওয়ামী লীগে) ওয়ার্ড নম্বর- ১৯ তহিদুল হক সুমন (আওয়ামী লীগে), ওয়ার্ড নম্বর- ২০ এ মো. রবিউল ইসলাম (আওয়ামী লীগে), ওয়ার্ড নম্বর- ২১ এ মো. নিজাম উল আযীম (আওয়ামী লীগে), ওয়ার্ড নম্বর ২২ এ আব্দুল হামিদ টেকন (আওয়ামী লীগে), ওয়ার্ড নম্বর ২৩ এ মাহতাব হোসেন চৌধুরী (আওয়ামী লীগে), ওয়ার্ড নম্বর- ২৪ এ আরমান আলী (আওয়ামী লীগে), ওয়ার্ড নম্বর ২৫ এ আলি আল মাহমুদ লুকেন (বিএনপি), ওয়ার্ড নম্বর ২৬ এ আখতারুজ্জামান কোয়েল (বিএনপি), ওয়ার্ড নম্বর- ২৭ এ মনিরুজ্জামান মনি (আওয়ামী লীগে), ওয়ার্ড নম্বর- ২৮ এ আশরাফুল হোসেন বাচ্চু (বিএনপি), ওয়ার্ড নম্বর- ২৯ এ জাহের হোসেন সুজা (আওয়ামী লীগে), ওয়ার্ড নম্বর- ৩০ এ মো. আলাউদ্দিন (আওয়ামী লীগে)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App