×

সারাদেশ

সাংবাদিক নাদিম হত্যা: বাবুর ২৬ সেকেন্ডের অডিও ফাঁস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২৩, ০৭:২১ পিএম

সাংবাদিক নাদিম হত্যা: বাবুর ২৬ সেকেন্ডের অডিও ফাঁস
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার প্রধান আসামি ও সাধুরপাড়া ইউনিয়নের সাময়িক বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ফোনালাপের একটি অডিও ফাঁস হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অডিওটি ভাইরাল হয়। ২৬ সেকেন্ডের এই অডিও রেকর্ডে সাধুরপাড়া ইউনিয়নের সাময়িক বহিষ্কৃত মাহমুদুল আলম বাবুকে বলতে শোনা যায়, 'নাদিম সাংবাদিককে আমি মনে করবো, এদের জন্য দায়-দায়িত্ব উপজেলা আওয়ামী লীগের। নাদিম সাংবাদিককে ঠিক করতে ১ মিনিটের বিষয়। আমি যামু ওরে শাসন করতে, ... আমার যদি উপজেলা আওয়ামী লীগ হাউ হাউ করে হাসে যে, বাবু বিপদে পড়ছে পড়ুক।' জানা গেছে, বাবু ওই বক্তব্যটি উপজেলা আওয়ামী লীগের একটি অভ্যন্তরীণ মিটিংয়ে দিয়েছিলেন। স্থানীয় সাংবাদিক ইমদাদুল হক লালন গণমাধ্যমকে বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হওয়া অডিওটির কণ্ঠ মাহমুদুল হক বাবুর। তিনি আওয়ামী লীগের পার্টি অফিসে এই বক্তব্য দিয়েছিলেন।' ৩-৪ মাস আগের এক বৈঠকে তিনি এ হুমকি দেন। প্রসঙ্গত, গত বুধবার বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। স্থানীয় সাংবাদিক ও নাদিমের পরিবারের সদস্যরা জানান, নাদিম মে মাসে অনলাইন পোর্টালে কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেন। এরমধ্যে ১০ মে ‘দুইবার বিয়ের পরও সন্তান-স্ত্রীকে অস্বীকার করছেন ইউপি চেয়ারম্যান!’, ১৪ মে ‘আমি আমার স্বামী চাই, একসঙ্গে সংসার করতে চাই’ এবং ২০ মে ‘আ.লীগ থেকে স্বামীর বহিষ্কার চেয়ে স্ত্রীর আবেদন’ শিরোনামের সংবাদ প্রকাশিত হয়। এর জেরেই নাদিমকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App