×

সারাদেশ

চট্টগ্রামে পশুর হাটে ব্যবসায়ীদের সুবিধায় থাকছে এটিএম বুথ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২৩, ০৫:৫০ পিএম

চট্টগ্রামে পশুর হাটে ব্যবসায়ীদের সুবিধায় থাকছে এটিএম বুথ
চট্টগ্রামে পশুর হাটের ব্যবসায়ীদের সুবিধার্থে নগরীতে গরুর দুইটি হাটে বিভিন্ন ব্যাংকের সহায়তায় এটিএম বুথ বসানো হচ্ছে। এই বুথ বসানোর ফলে পশুর ব্যবসায়ীদেরকে টাকা বহন করার ঝামেলা ও নকল টাকা নিয়ে দুঃশ্চিন্তায় পড়তে হবে না। পাশাপাশি প্রতারক ও ছিনতাইকারীদের কবল থেকেও তারা রক্ষা পাবেন। এ চিন্তা থেকেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন ব্যাংকের সহায়তায় এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানালেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার (২০ জুন) দুপুরে কাজীর দেউড়ির সেনা কল্যাণ সংস্থা কনভেনশন হলে 'স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট' শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার মো. কামাল জানান, ১০টি ব্যাংক, ৪টি এমএফএস স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট কার্যক্রমে অংশ নিচ্ছে। ঢাকায় ২০২২ সালে এ কার্যক্রম চালু হয়। এবার চট্টগ্রামের সাগরিকা ও নূর নগর হাউজিং সোসাইটি পশুর হাট এ প্রকল্পে যুক্ত হচ্ছে। সংবাদ সম্মেলনে মেয়র বলেন, পৃথিবী চলছে রকেটের গতিতে। আমাদের পিছিয়ে থাকা যাবে না। চট্টগ্রামে এবার ডিজিটাল হাটের সূচনা হচ্ছে দুইটি হাট দিয়ে। আমরা স্থায়ীভাবে এটিএম বুথ বসানোর কাজে সহায়তা করবো। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা বলেন, কোরবানির হাটকে ঘিরে স্মার্ট লেনদেনের ব্যবস্থা থাকবে। সবাইকে জাল টাকা পরীক্ষা করে দেয়া হবে। পশুর হাট যতদিন চলবে ততদিন বুথ থাকবে। সাদা পোশাকে পুলিশ যেমন থাকবে তেমনি তাৎক্ষনিক সমস্যা সমাধানের জন্য থাকবে ভিজিল্যান্স টিম। খামারি ও বেপারিরা যাতে ব্যাংক হিসাব খুলে হাটে আসেন এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করার অনুরোধ জানাব। তাহলে টাকা প্রপার চ্যানেলে লেনদেন হবে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুনতাসিম বিল্লাহ বলেন, আমরা ২০২২ সালে ভালো সাড়া পেয়েছি। চট্টগ্রামে ৫০ কোটি টাকা ডিজিটাল লেনদেন কঠিন হবে না। এটি ব্যাংকের জন্য লাভজনক নয়। যে গরুর খামারি হাটে আসবে তাদের তালিকা করে হিসাব খুলে প্রশিক্ষণ দিচ্ছি। তাদের আস্থা তৈরির চেষ্টা করছি। যদি কারও হিসাব না থাকে তাহলে বুথ থাকবে। নির্দিষ্ট হাটে কার্ড দিয়ে পশু কিনতে পারবে। আশা করি পরের বছর চট্টগ্রাম শহরের সব পশুর হাট স্মার্ট হাটে রূপান্তর হবে। প্রাণিসম্পদ পরিচালক আশরাফুল আলম বলেন, বাংলাদেশ ব্যাংক ভালো উদ্যোগ নিয়েছে। স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট কর্মসূচি তাদের উপকারে আসবে। এখন আমরা কোরবানির পশুর চাহিদা নিজেরাই পূরণ করতে পারছি। আমরা স্বল্প খরচে বেশি উৎপাদন, নিরাপদ আমিষের চাহিদা পূরণে কাজ করছি। কোরবানির হাটে ভেটেরিনারি মেডিক্যাল টিম থাকবে। ইসলামী ব্যাংকের নুরুল ইসলাম বলেন, ইসলামী ব্যাংক তিন কোটি কাস্টমারের ব্যাংক। স্মার্ট হাটের লিড ব্যাংক হিসেবে আমরা প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ করেছি। অ্যাকাউন্ট ছাড়া টাকা লেনদেনের জন্য মোবাইলে সেলফিন চালু রয়েছে আমাদের ব্যাংকে। ইউসিবির আশরাফুল আলম বলেন, সরকারের উদ্যোগ সফল করতে আমরা কাজ করছি। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা আমরা প্রতিনিয়ত পাচ্ছি। আশা করি আমরা সফল হবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App