×

সারাদেশ

আদদ্বীন হাসপাতালে চিকিৎসকের ভুলে নারীর মৃত্যুর অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১০:২৯ পিএম

আদদ্বীন হাসপাতালে চিকিৎসকের ভুলে নারীর মৃত্যুর অভিযোগ
কুষ্টিয়ায় বেসরকারি হাসপাতাল আদদ্বীনে চিকিৎসকের ভুলে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আর এ নিয়ে হাসপাতালে ঘটে গেছে তুলকালাম কাণ্ড। অপারেশন থিয়েটারেই চিকিৎসকের ওপর হামলা চালায় রোগির স্বজনরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ভুল অপারেশনে নয়, হার্ট অ্যাটাকে মারা গেছেন ওই নারী। সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পিত্তথলিতে পাথর অপসারণের জন্য কুষ্টিয়া আদ-দ্বীন হাসপাতাল অপারেশন থিয়েটারে নেয়া হয় কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা ফিরোজা খাতুন (৪০) নামে এক গৃহবধূকে। হটাৎ বেলা ১১টার দিকে অপারেশন থিয়েটার থেকে তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী মান্নান হার্ট সেন্টারে। হাসপাতাল কৃর্তপক্ষ জানায়, আগেই মারা যায় রোগি। নারীর মৃত্যু সংবাদে তার স্বজনেরা অপারেশন থিয়েটারে হামলা চালায়। এসময় লাপাত্তা দেন অপারেশনে নিয়োজিত চিকিৎসক আমিরুল ইসলাম ও আনেসথেসিয়লজিস্ট আব্দুর রহমান। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। রোগির স্বজনদের অভিযোগ চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের পাওয়া না গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানায় চিকিৎসকের ভুলে নয়, নারীর মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে এবং তা অপারেশনের আগেই। যদিও কর্তব্যরত নার্স জানায়, অপারেশন চলাকালীন সময়েই মৃত্যু হয় রোগীর। একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে, আনেসথেসিয়ান ডাঃ আব্দু রহমান অজ্ঞানের ম্যাশিনে গ্যাস শেষ হয়ে গিয়েছিল বলে রোগি শ্বাস নিতে পারেনি ফলে তার মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণাৎ ছুটে আসেন কুষ্টিয়া বিএমএ সম্পাদক ডাঃ আমিনুল হক রতন ও স্থানীয় পৌর কাউন্সিলর নাইমুল ইসলামসহ স্থানীয় কয়েকশত মানুষ। তাদের ভাষ্য রোগির মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। পুলিশ বলছে, আদ্-দ্বীন হাসপাতালে রোগির মৃত্যুর অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে বলে দাবি তাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App