×

সারাদেশ

কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধে সংলাপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১০:০৫ পিএম

কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধে সংলাপ

ছবি: ভোরের কাগজ

কুড়িগ্রামে বাল্যবিয়ে এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জুন) দুপুর ২টার দিকে জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম বি. এল. উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংথেনিং সোশ্যাল এবং বিহেভিয়ার চেঞ্জ প্রজেক্ট এর আয়োজনে ও ইউনিসেফ এর অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ রোকনুল ইসলাম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খোরশেদ আলম, সহকারী প্রধান শিক্ষক আবদুল বাতেন, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জ্বল শিকদার প্রমুখ। সংলাপে অভিভাবক ও জনপ্রতিনিধিরা বাল্য বিয়ে বন্ধে ও শিশুদের প্রতি সহিংসতা রোধে একাত্মতা প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App