×

সারাদেশ

২দিনের মধ্যে সিলেটে বন্যার পূর্বাভাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ১০:৫৪ এএম

২দিনের মধ্যে সিলেটে বন্যার পূর্বাভাস

ফাইল ছবি

সিলেটে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গত তিনদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে সিলেটে। এই বৃষ্টি আরো ১৫ দিন অবহ্যাত থাকবে বলে আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে। এছাড়া, ব্যাপক বৃষ্টি হচ্ছে সিলেটের উজানে ভারতের মেঘালয় রাজ্যে। ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ জন্য আগামী দুই-তিন দিনের মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার কয়েকটি নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। সম্ভাব্য বন্যা মোকাবেলায় প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশিফ আহমেদ জানান, “নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। সামান্য বাড়লেই তা অতিক্রম করবে। একইসঙ্গে হাওর ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে।” শুক্রবার সিলেটে ১৩৫ মিলিমিটার এবং এর আগের ২৪ ঘণ্টায় ২২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণে নগরীতে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। শনিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, “আগামী ৪৮ ঘণ্টা সিলেটে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এজন্য সবাইকে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহাড়ি ঢল নামতে পারে।” বন্যার আশঙ্কায় বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসন জরুরি সভা করে আগাম প্রস্তুতি নিয়েছে। ত্রাণ ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। এর আগে, গতবছর সিলেটে ভয়াবহ বন্যা হয়। এতে তলিয়ে গিয়েছিলো সিলেটের ৭০ শতাংশ এলাকা। ক্ষতিগ্রস্ত হয় জেলার প্রায় সব মানুষ। বন্যায় ভেঙে যায় প্রায় ১০ হাজার ঘরবাড়ি। গতবারের বন্যার ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি সিলেটবাসী।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App