×

সারাদেশ

হজযাত্রীদের ৪০ কোটি টাকা নিয়ে এজেন্সি মালিক উধাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০৯:২৬ এএম

হজযাত্রীদের ৪০ কোটি টাকা নিয়ে এজেন্সি মালিক উধাও
হজের জন্য টাকা দিলেও হয়নি টিকেট ও ভিসা। হজযাত্রীদের প্রায় ৪০ কোটি টাকা নিয়ে লাপাত্তা এস এন ট্রাভেলস নামের এক এজেন্সি। এমন পরিস্থিতিতে বিপাকে ৫৪০ জন হজযাত্রী। এস এন ট্রাভেলসের কাছে ব্রাহ্মণবাড়িয়ার ৫৪ জন হজযাত্রীর জন্য ৩ কোটি টাকা জমা দিয়েছিলেন মাওলানা মো. শাহজাহান। পরে জানতে পারেন সব টাকা নিয়ে লাপাত্তা ট্রাভেলসের মালিক শাহ আলম। একই পরিস্থিতিতে পড়েছেন এমন আরো অনেক হজযাত্রী। হজে যেতে ইচ্ছুক এবং এজেন্সির কর্মকর্তারা জানান, প্রায় ৩৫ থেকে ৪০ কোটি টাকা নিয়ে আত্মগোপনে গেছেন এজেন্সি মালিক শাহ আলম ও তার দুই শ্যালক। যাত্রীরা অভিযোগ করেছেন, হজ নিয়ে এমন অসাধু কিছু করা মোটেও কাম্য নয়। একেকজনের কয়েক লক্ষাধিক টাকা খোয়া গেছে। বাড়তি সব ভোগান্তির কথাও বলেন তারা। এমন পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সহায়তায় হজে যাওয়ার আশ্বাস পেয়েছেন ৫৪০ মুসল্লি। এ প্রসঙ্গে শ্যামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এজেন্সি মালিক অনেক টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন। তবে মালিক পালিয়ে গেলেও হজযাত্রীদের ভিসা ও টিকেটের কাজ করতে পুলিশ নিয়োগ করে খোলা রাখা হয়েছে এস এন ট্রাভেলসের অফিস। পাশাপাশি লাপাত্তা মালিকের খোঁজও করা হচ্ছে। হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম বলেন, ধর্ম মন্ত্রণালয় ও হাব থেকে এই এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি কাজ করছি তাদের হজে পাঠাতে। কোনো ভোগান্তি ছাড়াই আমরা চেষ্টা করব সব কাজ করতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App