×

সারাদেশ

আলফাডাঙ্গায় সাংসদ মনজুর হোসেনকে গণসংবর্ধনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০৬:২৯ পিএম

আলফাডাঙ্গায় সাংসদ মনজুর হোসেনকে গণসংবর্ধনা

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রায় পাঁচশত লোকের সমাগমে ফরিদপুর-১ আসনের সাংসদ মনজুর হোসেনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

আলফাডাঙ্গা উপজেলার ভাঙন প্রতিরোধে মধুমতি নদীর তীরবর্তী এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য পাঁচশত কোটি টাকা একনেক সভায় অনুমোদনের বিষয়ে বিরল ভূমিকা থাকায় সাংসদ মনজুর হোসেনকে গণসংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (১৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ গণসংবর্ধনা আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন,সাংসদের সহধর্মিণী সেলিনা আক্তার, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকরামুজ্জামান কুয়েতী, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, ওসি মো. আবু তাহের, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ কুবাদ হোসেন, বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, বানা ইউপি চেয়ারম্যান শরীফ হারুন অর রশীদ ও গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম প্রমুখ।

সম্প্রতি একনেক বৈঠকে আলফাডাঙ্গা উপজেলার মধুমতির অব্যাহত নদীভাঙন রোধে গৃহীত প্রকল্পে পাঁচশত কোটি টাকা বাজেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেন।

জানতে চাইলে এমপি মনজুর হোসেন ভোরের কাগজকে জানান, আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বাঁশতলা, পশ্চিম চরনারানদিয়া, দক্ষিণ চরনারানদিয়া, গোপালপুর ইউনিয়নের দিগনগর অঞ্চলে নদী ভাঙন কবলিত স্থানে নানামুখী জনসমস্যা এ প্রকল্পের মাধ্যমে স্থায়ী সমাধান হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App