×

সারাদেশ

আনোয়ারুজ্জামান চৌধুরীর ২১ দফা ইশতেহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০২:০৯ পিএম

আনোয়ারুজ্জামান চৌধুরীর ২১ দফা ইশতেহার
আওয়ামী লীগের আগামী দ্বাদশ নির্বাচনী ইশতেহার ‘স্মার্ট বাংলাদেশ’ এর আদলে গ্রীণ- ক্লিন-স্মার্ট সিলেট স্বপ্নপূরণে ‘আমরার সিলেট’ শিরোনামে ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন নৌকার মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।‌ এরমধ্যে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব সিলেট, জলাবদ্ধতা দূরীকরণ ও বন্যা নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ন, দুর্যোগ মোকাবেলায় সচেতনতা, নারীবান্ধব সিলেট, পার্ক উদ্যান ও খেলার মাঠ প্রতিষ্ঠা, তারুণ্যের সিলেট, প্রযুক্তির সিলেট তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। ‌ শনিবার (১৭ জুন) নগরীর মির্জা জাঙ্গাল এলাকায় হোটেল নির্ভানা ইন এ এক সংবাদ সম্মেলনে এই একুশ দফা তুলে ধরেন তিনি। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীরর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডনসহ সানিও নেতাকর্মী উপস্থিত ছিলেন। নির্বাচিত হলে নগরের জলাবদ্ধতা দূরীকরণ ও বন্যা নিয়ন্ত্রণে কাজ করার পাশাপাশি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সিলেট গঠন করতে চান বলে জানান। তিনি আরও বলেন, ‘সিলেটকে এমনভাবে গড়ে তুলতে চাই যেখানে জলাবদ্ধতা থাকবে না, আবর্জনা থাকবে না, যেখানে বিশুদ্ধ পানি থাকবে। সুরমা নদী খনন করা হবে।’ পর্যটন ও প্রবাসী বান্ধব সিলেট নগর হবে সন্ত্রাস মুক্ত, ছিনতাই মুক্ত, নিরাপদ একটি নগর হবে বলে তিনি জানান।’ এসময় তিনি বলেন, ‘আমি আপনাদের নির্ভরতা প্রতীক হতে এসেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App