×

সারাদেশ

জলাবদ্ধতা নিরসনে প্রাধান্য দেবেন আনোয়ারুজ্জামান, কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন না বাবুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৩, ১১:৩৬ এএম

জলাবদ্ধতা নিরসনে প্রাধান্য দেবেন আনোয়ারুজ্জামান, কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন না বাবুল
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘কাক্সিক্ষত উন্নয়ন নিশ্চিতের জন্য নৌকায় ভোট দিন। কারণ, নৌকা উন্নয়নের প্রতীক, শেখ হাসিনার প্রতীক। নৌকা জাতির জনক বঙ্গবন্ধুর প্রতীক। আওয়ামী লীগ দেশের যত উন্নয়ন করেছে, অন্য কোনো দল বা ব্যক্তি তার সিকিভাগও করতে পারেনি। সিলেট মহানগরীর সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে। আর অগ্রাধিকার ভিত্তিতে জলাবদ্ধতা সমস্যা সমাধান করে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা জরুরি। আমাকে আগামী ২১ জুন ভোট দিয়ে নির্বাচিত করলে সবার আগে এ ব্যাপারে কাজ করব।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরীর জেলরোড এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। গণসংযোগকালে স্থানীয় অধিবাসী, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে একান্তে কথা বলে তাদের সমস্যাগুলো সম্পর্কে অবগত হন আনোয়ারুজ্জামান চৌধুরী। সিটি মেয়র নির্বাচিত হলে সবার সঙ্গে আলাপ আলোচনা করে ওই সব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। গণসংযোগকালে সঙ্গে ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য তপন মিত্র, জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য এডভোকেট আব্বাস উদ্দিন, ড. মিসবাউর রহমান, মিজানুর রহমান, জামাল আহমদ খান, মতছির চৌধুরী, ফাহিম আহমদ প্রমুখ। অপরদিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেছেন, ‘সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটের কোনো সুষ্ঠু পরিবেশ নেই। সরকারদলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন কমিশন কাজ করছে বলে আমার মনে হচ্ছে। আমার বিরুদ্ধে সরকারদলীয় কর্মীরা অপপ্রচার চালাচ্ছে। তবে আমি কোনো অপপ্রচারে কান দেব না। আমি সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবছি না। আগামী ২১ জুনের নির্বাচনে বিপুল ভোটে লাঙ্গলকেই নির্বাচিত করবেন সিলেট নগরবাসী। নগরবাসীর প্রতি আমার অগাধ বিশ্বাস, তারা কোনো মৌসুমি পাখিকে নির্বাচিত করবেন না।’ গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। গণসংযোগকালে নজরুল ইসলাম বাবুলের সঙ্গে উপস্থিত ছিলেন-জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুলাহ সিদ্দিকীসহ স্থানীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App