×

সারাদেশ

নদী-হাওড়ে বাড়ছে পানি, বন্যা আতঙ্কে মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৩, ১১:২১ এএম

নদী-হাওড়ে বাড়ছে পানি, বন্যা আতঙ্কে মানুষ

ফাইল ছবি

গত দুদিন ধরে সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তীব্র গরমের পর এ বৃষ্টি জেলায় এ মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত। ভারী বৃষ্টিপাতের সঙ্গে উজান থেকে নামছে পাহাড়ি ঢল। এতে সুনামগঞ্জের প্রধান নদী সুরমাসহ জেলার সব উপজেলার নদনদী ও হাওড়ে পানি বাড়ছে। গত বছরও এ সময়ে এমন আবহাওয়া ছিল। দুদিনের ভারি বৃষ্টিপাতে গেল বছরের মতো এবারো ভয়াবহ বন্যা আতঙ্ক দেখা দিয়েছে হাওড়বাসীর মাঝে। শুধু সুরমা নদী নয়, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী জাদুকাটা, বৌলাই, রক্তি, কুশিয়ারা, চলতি, কালনীসহ সব নদ-নদীর পানি বাড়ছে। পাহাড়ি ঢলের পানিতে জেলার তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়রখলা এলাকায় সড়কের প্রায় এক কিলোমিটার প্লাবিত হয়েছে।এর ফলে জেলা সদরের সঙ্গে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে নদী ও হাওড়ে পানি বাড়লেও বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। তারা বলছেন, গত তিন মাস সুনামগঞ্জে তেমন কোনো বৃষ্টি হয়নি। তাই হাওড় রয়েছে পুরো ফাঁকা। এখন বৃষ্টি হওয়ায় হাওড়ে পানি ঢুকছে এবং নদীতে বাড়ছে পানি। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বুধবার সকাল ৯টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের সুরমা নদীর পানির উচ্চতা ছিল ৬ দশমিক ৪৭ মিটার। বুধবার একই সময়ে পানির উচ্চতা ছিল ৪ দশমিক ৭৫ মিটার। তাহিরপুর উপজেলার উজানতাহিরপুর গ্রামের বাসিন্দা বাদল মিয়া বলেন, নদী ও হাওড়ে পানি বাড়ছে। বৃষ্টিও হচ্ছে মুষলধারে। মাঝে মধ্যে বজ্রপাতও হচ্ছে। এ জন্য মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। এভাবে পাহাড়ি ঢল ও বৃষ্টি নামা অব্যাহত থাকলে গেল বছরের মতো বন্যা হওয়ার আতঙ্ক দেখা দিয়েছে হাওরবাসীর মাঝে। তবে পাউবো সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানিয়েছেন, সুরমা নদীর পানি বিপদসীমার ১ দশমিক ৩৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া সুনামগঞ্জে এখন পানি দরকার, হাওড়ে তো পানি নেই। বৃষ্টি হচ্ছে, পাহাড়ি ঢলও নামছে। এতে নদী ও হাওড়ে পানি বাড়বে। কিন্তু বন্যার কোনো আশঙ্কা নেই।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App