×

সারাদেশ

সুনামগঞ্জে ভয়াবহ বন্যার ১ বছর আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৩, ১১:১৪ এএম

সুনামগঞ্জে ভয়াবহ বন্যার ১ বছর আজ

ফাইল ছবি

সকাল-দুপুর ভালোই কাটছিল ২০২২ সালের ১৬ জুন। বিকাল ৫টা থেকে শুরু হলো মুষলধারে বৃষ্টি। ধীরে ধীরে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিমাণ বেড়েই চলছিল। তখনো সুনামগঞ্জবাসী বুঝতে পারেনি কি হতে চলেছে সুনামগঞ্জে। রাত ১১টা নাগাদ পৌর শহরের সব একতলা বিশিষ্ট বাসার মেঝেতে পানি ঢুকতে শুরু করেছে। তখনো শহরবাসী বুঝতে পারেনি যে, এ পানিই তাদের ঘরছাড়া করবে এবং রূপ নেবে স্মরণকালের ভয়াবহ বন্যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলে বানের পানি। রাত ১২টার পর থেকে শহরের কোনো বাসার নিচতলায় আর থাকার কোনো জায়গা ছিল না। শহরবাসীকে রাত জেগে ছোট ছোট শিশু ও আসবাবপত্র রক্ষায় প্রাণপণ চেষ্টা করতে হয়েছিল। ভোর হওয়ার আগেই মানুষকে ছুটতে হয়েছে আশ্রয়ের খোঁজে, শহরের কোথাও এক টুকরো শুকনো জায়গা ছিল না দাঁড়ানোর মতো। গৃহহীন হয়ে মানুষ দিগি¦দিক ছুটে চলছিল একটু আশ্রয়ের জন্য। স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা, সরকারি অফিস-আদালত যে যেখানে পারে আশ্রয় নিয়েছিল সেদিন। এর পরদিন ১৭ জুন ভয়াবহ বন্যায় জেলার ১২ উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছিল। ছিল না বিদ্যুৎ, পানি ও মোবাইলের নেটওয়ার্ক। অনেকে ঘরের ভেতর পানিবন্দি অবস্থায় ছিল বেশ কয়েকদিন। প্রথম দিন উদ্ধার করার মতো ছিল না কেউ। বন্যায় সিলেট-সুনামগঞ্জের সব সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। চারদিকে শুধু হাহাকার আর হাহাকার। দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর উদ্ধারকারী দল স্পিডবোট নিয়ে সিলেট ও সুনামগঞ্জে পৌঁছায়। এরপরই সুনামগঞ্জবাসী বাঁচার স্বপ্ন দেখে। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, গত বছরের বন্যার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে বন্যা পরিস্থিতি মোকাবিলা করা হবে। তিনি বলেন, গত বছর যে বন্যা হয়েছে, সেটি অস্বাভাবিক। এখানে ছোট-বড় বন্যা হবেই। এতে মানুষ ও সম্পদের ক্ষয়ক্ষতি যাতে কম হয় সেটি মাথায় রেখেই ভবিষ্যতে কাজ করব আমরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App