×

সারাদেশ

হাসপাতালে স্বামীর লাশ ফেলে পালালো স্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ১০:০২ পিএম

হাসপাতালে স্বামীর লাশ ফেলে পালালো স্ত্রী
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বপন মিয়া (৩৫) নামের এক যুবকের লাশ ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে স্ত্রী সুইটি বেগমের বিরুদ্ধে। এ নিয়ে ব্যপক রহস্য সৃষ্টি হয়েছে । বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত স্বপন মিয়া উপজেলার শ্রীনগর ইউনিয়নের পাগলা বাড়ি এলাকার এমাদ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত স্বপন ৯ বছর আগে ভৈরব উপজেলার ভবানীপুর নিজ বাড়ি ছেড়ে মঞ্জুর নগর এলাকায় বাড়ি করে পরিবারসহ বসবাস শুরু করেন। এর বছর খানেক পর একই এলাকার হাদিস মিয়ার মেয়ে সুইটি বেগমকে বিয়ে করেন তিনি। নিহত স্বপন পেশায় একজন জেলে। বিয়ের পর থেকে স্বপন শ্বশুরের অনুগত ছিল এবং শ্বশুর বাড়িতে বসবাস করতেন। পুলিশের ধারণা স্বপন বিষ খায়নি, এ মৃত্যু রহস্যজনক। স্বপনের মামা মানিক মিয়া জানান, আমার ভাইগ্না বিষ খেয়ে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসে দেখি স্বপনের লাশ পড়ে আছে। স্বপনের সাথে কাউকে খুঁজে পাইনি। শুনেছি তার স্ত্রী নিয়ে এসেছে। এখন তারা সবাই পলাতক রয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সোয়েব রহমান বলেন, সকাল আটটায় সুইটি বেগম নামে একজন নারী ও তার সাথে লোকজন স্বপন মিয়া নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসায় মৃত্যুর কারণ জানা না গেলেও স্বজনরা জানিয়েছেন স্বপন মিয়া বিষ খেয়েছেন। তবে তার দেহে বিষ খাওয়ার কোন উপসর্গ পাওয়া যায়নি। লাশ নিয়ে আসার কিছু সময়ের মধ্যে হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায় স্ত্রী সুইটিসহ স্বপ্নের শশুর বাড়ির লোকজন। এর পর কোন ভাবেই তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সুরতহাল প্রস্তুতকারী ভৈরব থানা পুলিশ উপ-পরিদর্শক উসমান গণি জানান, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে এসে স্বপনের লাশ দেখতে পাই। প্রাথমিক সুরতহালে বিষ পানের বিষয়টি বুঝা যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ আনয়নকারী স্বজনদের বরাত দিয়ে জানান বিষ পানে মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি রহস্যজনক। ঘটনাস্থলে এসে কাউকে পাওয়া যায়নি। হাসপাতালের লাশ রেখে শ্বশুরবাড়ির স্বজনরা দুই মিনিটের ভিতর উধাও হয়ে যায়। লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App