×

সারাদেশ

‘চাচা আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করবো’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ০৪:০৭ পিএম

‘চাচা আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করবো’
‘চাচা আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করবো’

নেত্রকোনার মদনে বিয়ের দাবিতে চাচা শ্বশুরের বাড়িতে অনশনে বসেছে ভাতিজা বউ (২২)। খবর পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে চাচা শ্বশুর দিলু মিয়া (২৬)। বিয়ে না করলে আত্মহত্যা করবে বলে হুমকি দিয়েছেন ভাতিজা বউ বিলকিস আক্তার ।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরের দিকে দিলুর বাড়ীতে অবস্থান করছে বিলকিস । এসময় তিনি বলেন, 'দিলু সম্পর্কে আমার চাচা শ্বশুর হয়। প্রেমের ফাঁদে ফেলে আমার সাথে তিনি শারীরিক সম্পর্ক করেছে। দিলুর সঙ্গে অনৈতিক মেলামেশা আমার স্বামী দেখে ফেলেছে ৷ তাই আমার সংসার ভেঙে গেছে। এখন আমি বিয়ের দাবিতে দিলুর বাড়িতে অনশন করছি৷ বিয়ে না করলে তার ঘরেই আত্মহত্যা করবো।'

স্থানীয় সূত্রে জানা গেছে, বিলকিসের বাড়ি উপজেলার চানগাঁও ইউনিয়নের আলিয়ারপুর গ্রামে। চার বছর আগে মদন পৌরসভার বাড়িভাদেরা গ্রামের দুলাল মিয়ার ছেলে রুহুল আমিনের সঙ্গে বিয়ে হয় তার। তাদের ৩ বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

জানা যায়, বিলকিসের স্বামী রুহুল আমিনের সঙ্গে দেখা করতে প্রতিবেশী তৈয়ব আলীর ছেলে দিলু প্রতিদিন তাদের ঘরে যাওয়া আসা করত। দিলু সম্পর্কে রুহুলের চাচা হয়। সে হিসেবে বিলকিস তার ভাতিজা বউ। এক পর্যায়ে বিলকিস ও দিলু পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। কিছু দিন আগে গভীর রাতে বাড়ির পিছনে দিলু মিয়ার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় বিলকিস । স্ত্রীর অবৈধ মেলামেশা নিজ চোখে দেখে ফেলেন স্বামী রুহুল । স্ত্রীর পরকীয়া জেনে গিয়ে সংসার করবে না জানান স্বামী রুহুল আমিন। পরে বিলকিস আক্তার বিয়ের দাবিতে চাচা শ্বশুর দিলু মিয়ার বাড়িতে অনশনে বসেন। এ ঘটনার পর থেকে দিলু মিয়া পলাতক রয়েছে।

দিলু মিয়ার বড় বোন রেখা আক্তার বলেন, ' বিয়ের জন্য কয়েকদিন ধরে আমাদের ঘরে অবস্থান করছে বিলকিস আক্তার। কিন্তু আমার ভাই বাড়িতে না আসায় এ বিষয়ে কোন সুরাহা হচ্ছে না। মেয়েটিকে নিয়ে এখন আমরা বিপদে আছি।'

সংশ্লিষ্ট কাউন্সিলর হক্কু মিয়া জানান, ' বিয়ের দাবিতে ৫দিন ধরে দিলু মিয়ার বাড়িতে তারই প্রতিবেশী ভাতিজা বউ অনশন করছে৷ বিষয়টি আমি থানার ওসি সাহেবকে জানিয়েছি। মেয়েটি যে কোন সময় আত্মহত্যা করতে পারে।'

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, ' এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App