×

সারাদেশ

দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনকারী বলগেট জাহাজ আটক ও জরিমানা 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৮:৪২ পিএম

দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনকারী বলগেট জাহাজ আটক ও জরিমানা 

ছবি: ভোরের কাগজ

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান পরিচালনা করে বালু পরিবহনে ব্যবহৃত অবৈধ বলগেট জাহাজ আটক ও দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৩ জুন) উপজেলার বাঘুটিয়া-জিয়নপুর ইউনিয়ন সংলগ্ন যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অর্ণব মালাকার।

এ সময় অবৈধভাবে উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত দুটি কোম্পানীর বলগেট জাহাজ আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মোঃ একরাম হোসেন ও মনিরুজ্জামান নামে দুই ব্যক্তিকে ১লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

এসময় সহকারী কমিশনার ভূমি অর্ণব মালাকার জানায়-সবাইকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মৌখিক ভাবে বলা হয়েছে। এর ব্যত্যয় ঘটলে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রয় ও পরিবহনের সাথে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করবে বা কাটবে তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App