×

সারাদেশ

ফুটবল খেলতে যাওয়ার পথে ২ স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৩, ০৯:৪০ পিএম

ফুটবল খেলতে যাওয়ার পথে ২ স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু
ফুটবল খেলতে যাওয়ার পথে ২ স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু
ফুটবল খেলতে যাওয়ার পথে ২ স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু
ফুটবল খেলতে যাওয়ার পথে ২ স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু

কুমিল্লা সদর দক্ষিণ লালবাগ কাভার্ডভ্যান চাপায় চারজন পিকআপের আরোহী নিহত হয়েছে। তারা হলেন পিকআপ চালক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আলী আহাম্মদের ছেলে মোর্শেদ (৩৫), একই এলাকার মোহন মিয়ার ছেলে শাহিন আলম (১৩), বোতা মিয়ার ছেলে ফয়সাল (১৮), শাহ আলমের ছেলে সাকিব (১৫)।

রবিবার (১১ জুন) বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ জোড়কানন এলাকার লালবাগে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী। এ ঘটনায় আরো ১৩ জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল খেলায় অংশগ্রহণ করতে ১৯ জনের একটি দল পিক-আপে করে যাওয়ার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কাভারভ্যান পিকআপকে চাপা দেয়। এতে ১৯ জন ফুটবল খেলোয়াররা কাভার ভ্যানের নিচে চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কুমিল্লা মেডিকেলে ও ঢাকা নেয়ার পথে চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় লালবাগ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত শাহিন আলমের বাবা মোহন মিয়া ভোরের কাগজকে বলেন, উপজেলার স্যাররা খেলার জন্য আজকে যাইতে বলছিলো। যাওয়ার পথে গাড়ি মাইরা আমার ছেলেরে মাইরা ফেলছে। আমার ছেলে মাত্র অষ্টম শ্রেণিতে পড়ত। তার ও আমাদের সব স্বপ্ন আজ শেষ হইয়া গেছে।

নিহত ফয়সালের বাবা বলেন, আমার ছেলে আর নেই। আমার কোনো কথা নেই।

নিহত মোর্শেদের চাচা বলেন, পিকআপ চালাইয়া সে উপার্জন করে সংসার চালাইতো। আর আজ সড়কে তার প্রাণ চলে গেল।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী ভোরের কাগজকে বলেন, ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়। ভ্যানটি জব্দ করা হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App