×

সারাদেশ

বিভিন্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০৯:১৯ এএম

বিভিন্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা
বিদ্যুতের ‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে’ গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে নানামুখী বাধার মধ্য দিয়ে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এ সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট- জামালপুর : জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন জানান, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা বিএনপির নেতাকর্মীরা জামালপুর প্রেস ক্লাবের নিচ থেকে মিছিল নিয়ে বিদ্যুৎ অফিসের দিকে যাওয়ার সময় পুলিশ পুরাতন ওয়াপদা রোডের সদরঘাট মসজিদ এলাকায় তাদের বাধা দেয়। পরে সেখানেই অবস্থান নিয়ে তারা ১ ঘণ্টার কর্মসূচি পালন করেন। এরপর বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধিদল জামালপুর বিদ্যুৎ অফিসের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুল আজাদ রুবেলের কাছে একটি স্মারকলিপি জমা দেন। ঝিনাইদহ : ঝিনাইদহে পুলিশি বাধায় অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। বৃহস্পতিবার সকালে জেলা শহরের বিদ্যুৎ অফিসের পাশে তসলিমা ক্লিনিকের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধায় সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এতে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ অন্যরা বক্তব্য দেন। সমাবেশে সরকারের ব্যর্থতার কারণে বিদ্যুতের এই ভয়াবহ পরিস্থিতি উল্লেখ করে সরকারকে পদত্যাগ করার দাবি জানানো হয়। দ্রুত বিদ্যুতের সমস্যার সমাধান না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। সমাবেশ শেষে মিছিলযোগে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি দিতে গেলে তাতেও বাধা দেয় পুলিশ। পরে বিএনপির কয়েকজন প্রতিনিধি গিয়ে স্মারকলিপি দেন। ফেনী : ফেনীতে আয়োজিত মানববন্ধনে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এতে অন্তত ৫ নেতা আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। জেলা পুলিশ সুপার জাকির হোসেন বলেন, বিএনপির মানববন্ধনে কোনো লাঠিচার্জের ঘটনা ঘটেনি। বৃষ্টির কারণে তারা তাদের কর্মসূচি পালন করতে পালন পারেনি। জানা যায়, ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসের সামনে দুপুর ১২টার দিকে ফেনী জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা মানববন্ধনে বক্তব্য শেষে স্মারকলিপি দিয়ে ফেরার পথে পেছনে থেকে পুলিশ লাঠিচার্জ করে। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, আমাদের কর্মসূচি শেষে পুলিশ পেছন দিক থেকে হঠাৎ লাঠিচার্জ শুরু করে। এতে জেলা যুবদলের সভাপতি জাকের হোসেন জসিম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামসুদ্দিন খোকন চেয়ারম্যান, ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রানা, পাঁছগাছিয়া ইউনিয়ন যুবদল কর্মী গিয়াস উদ্দিন ও আবুল কালাম আহত হয়েছেন। পাবনা : বিএনপির বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ ১০ জন আহত হওয়ার অভিযোগ করেছে জেলা বিএনপি। দুপুরে পাবনা শহরের বড় ব্রিজের পাশে লতিফ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। এ সময় আওয়ামী সন্ত্রাসীবাহিনী অতর্কিতে হামলা চালিয়েছে। তবে হামলা করার বিষয়টি অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন, আমাদের শান্তি সমাবেশ চলছিল। আমাদের নেতাকর্মীরা বিএনপিকে ধাওয়া করেনি। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডি এম হাসিবুল বেনজীর বলেন, ছাত্রলীগ-যুবলীগের সমাবেশের সময় পাশ দিয়ে বিএনপি নেতাকর্মীরা যাওয়ার সময় একটা হট্টগোল হয়েছে। কোনো হামলা হয়েছে কিনা আমাদের জানা নেই। ফরিদপুর : ফরিদপুরে পুলিশের বাধার কারণে বিএনপির বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অপরদিকে বিএনপির কর্মসূচির প্রতিবাদে পাল্টা মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ। সকালে শহরের থানা রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল সহকারে বিএনপি নেতাকর্মীরা ঝিলটুলীর চৌরঙ্গী মোড়ে বিদ্যুৎ অফিসের উদ্দেশ্যে রওনা হয়। মিছিলটি শুরুর পরপরই কাঠপট্টির বিশু মিয়ার মোড়ের কাছে পুলিশ তাদের আটকে দেয়। এরপর সেখানেই নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে থাকে। এ সময় সেখানে বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে ৫ জনের একটি প্রতিনিধিদল চৌরঙ্গীর মোড়ে বিদ্যুৎ অফিসে পৌঁছে ফরিদপুর ওজোপাডিকো-১ এর কর্মকর্তাদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। বিএনপির এই প্রতিনিধিদলটি বিদ্যুৎ অফিসে প্রবেশের মুখে শ্রমিক লীগের একটি দল তাদের বাধা দেয়ার চেষ্টা করে। অপরদিকে বিএনপির অবস্থান কর্মসূচির প্রতিবাদের শহরে মিছিল করেছে শহর আওয়ামী লীগ। মিছিলটি জনতা ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে ফরিদপুর প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান। সোনাতলা (বগুড়া) : বগুড়ায় বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে বিএনপির নেতাকর্মীরা পুলিশি বাধার সম্মুখীন হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বগুড়া সদরের সাতমাথা এলাকায় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশি বাধায় তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। বাধা পেয়ে নেতাকর্মীরা শহীদ খোকন পার্কের সামনে অবস্থান নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App