×

সারাদেশ

ইউএনওর পদক্ষেপে রক্ষা পেলো ১৩ বছরের মেয়েটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০৮:৫৩ এএম

ইউএনওর পদক্ষেপে রক্ষা পেলো ১৩ বছরের মেয়েটি

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইউএনওর হস্তক্ষেপে গভীর রাতে বাল্যবিবাহ বন্ধ হয়েছে।

বুধবার (৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ছেলের বয়স ১৫ এবং মেয়ের বয়স ১৩ বছর। ছেলে দশম শ্রেণি ও মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী।

নাম প্রকাশে অইচ্ছুক জৈনক এক ব্যক্তি বলেন, ওরা দুজনের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। সেকারণে অভিভাবক বাধ্য হয়ে এ বিয়ের ব্যবস্থা করেছে। তবে অভিভাবকরা এ ব্যাপারে কোন মন্তব্য করেন নি।

উভয় পরিবার একত্রে হয়ে গোপনে বুধবার রাত ১২টার দিকে এ বাল্য বিয়ে সম্পন্ন করার জন্য সমবেত হয় মেয়ের বাড়িতে।

এরপর গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক ঘটনাস্থলে পৌঁছে এ বাল্যবিবাহ বন্ধ করেন। একই সঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এই মর্মে মুচলেকা প্রদান করেন উভয় পরিবার।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সচেতন করার লক্ষে উভয় পরিবারকে বাল্যবিবাহের ভয়াবহ কুফল সম্পর্কে আলোকপাত করেন।

জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোরের কাগজকে জানান, বাল্যবিবাহ অভিশপ্ত। বাল্য বিবাহের কারণে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে থাকে।

তিনি বলেন,আমি ঘটনাস্থলে গিয়ে এ বিয়ে বন্ধ করি। এরপর উভয় পরিবারের কাছ থেকে তাদের পরিণত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না এ মর্মে মুচলেকা গ্রহণ করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App