×

সারাদেশ

চট্টগ্রামে পর্যটকদের জন্য চালু হচ্ছে বিআরটিসি’র দোতলা বাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ০৭:৪১ পিএম

চট্টগ্রামে পর্যটকদের জন্য চালু হচ্ছে বিআরটিসি’র দোতলা বাস
পাহাড়-নদী-সমুদ্র ঘেরা বন্দরনগরী চট্টগ্রামের সৌন্দর্য উপভোগের জন্য বিআরটিসি (বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে)’ র সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসন পর্যটকদের সুবিধার জন্য বিশেষ বাস সার্ভিস চালু করতে যাচ্ছে। পতেঙ্গা সমুদ্র সৈকত, ফৌজদারহাটে গড়ে ওঠা নতুন পার্ক ঘুরে আসার জন্য বিআরটিসি’র দুইটি দোতলা বাসে মোটামুটি কম ভাড়াতেই ভ্রমণ পিয়াসু নাগরিকগন ভ্রমণ করতে পারবেন বলে জানানো হয়েছে। শনিবার (১০ জুন) এই পর্যটন বাস সার্ভিস চালু হচ্ছে। টাইগার পাস থেকে ফৌজদারহাটে ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত রুটে ২টি ডাবল ডেকার বাস চলাচল করবে। এরমধ্যে একটি ছাদখোলা বাসও থাকবে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকত ও ফৌজদারহাটে নবনির্মিত ‘ডিসি পার্ক’ দিন দিন ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। চট্টগ্রামের পর্যটনপ্রেমী মানুষের পতেঙ্গা সমুদ্র সৈকত এবং ডিসি পার্কে ভ্রমণ নির্বিঘ্ন ও সহজ করার জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, বিচ ম্যানেজমেন্ট কমিটি ও পর্যটন করপোরেশনের সহায়তায় খুব শিগগিরই আমরা চট্টগ্রামে হাফ ডে ও ফুল ডে ট্যুর সার্ভিস চালু করবো। পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে চট্টগ্রাম জেলা প্রশাসন বদ্ধপরিকর। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এর পরিচালক ড. অনুপম সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) আবু রায়হান দোলন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান, সিনিয়র সহকারী কমিশনার জামসেদ আলম রানা প্রমুখ। বিআরটিসি’র পরিচালক ড. অনুপম সাহা বলেন, বাণিজ্যের জন্য নয়, এর মাধ্যমে পর্যটকদের সুবির্থেই আমরা বিআরটিসি এ সেবা দিয়ে যাবো। সংবাদ সম্মেলনে জানানো হয়, পর্যটক বাস দুটি চট্টগ্রাম শহরের টাইগারপাস হতে যাত্রা শুরু করে ফৌজদারহাট ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবে এবং পুনরায় একই রুটে পতেঙ্গা সমুদ্র সৈকত হতে ডিসি পার্ক হয়ে টাইগারপাস ফিরবে। সার্ভিসটির প্রতি শুক্রবার ৩টি ট্রিপ যথাক্রমে সকাল ৯টা, বিকাল ৩টা, বিকাল ৪টা। প্রতি শনিবার ৪টি ট্রিপ যথাক্রমে সকাল ৯টা, সকাল ১০টা, বিকাল ৩টা ও বিকাল ৪টা। রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন দুটি ট্রিপ যথাক্রমে বিকাল ৩টা ও বিকাল ৪টায় চট্টগ্রামের টাইগারপাস থেকে পতেঙ্গার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। শুক্রবার ৩টি ট্রিপ যথাক্রমে দুপুর ১২টা, সন্ধ্যা ৭টা, রাত ৮টা। প্রতি শনিবার ৪টি ট্রিপ যথাক্রমে দুপুর ১টা, দুপুর ২টা, সন্ধ্যা ৭টা, রাত ৮টায় পতেঙ্গা থেকে একই রুটে ফিরে আসবে। এই পর্যটক বাস সার্ভিসে ভ্রমণের জন্য টাইগার পাস থেকে ডিসি পার্ক ৪০ টাকা, ডিসি পার্ক হতে পতেঙ্গা সমুদ্র সৈকত ৩০ টাকা, টাইগারপাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত ৭০ টাকা করে একইভাবে পতেঙ্গা থেকে ডিসি পার্ক ৩০ টাকা, ডিসি পার্ক থেকে টাইগারপাস ৪০ টাকা, পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে টাইগারপাস ৭০ টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। ভ্রমণ পিয়াসুদের চাহিদা বাড়লে ভবিষ্যতে বাসের সংখ্যা বৃদ্ধি এবং এসি বাস যোগ করা হবে। শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে সকাল ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠান এবং দুপুর ১২ ঘটিকায় পতেঙ্গা সমুদ্র সৈকতে বাস চলাচল সার্ভিসের শুভ উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাস সার্ভিসের শুভ উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ আমিনুর রহমান, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App