×

সারাদেশ

সোনাগাজীতে নিরাপত্তা চেয়ে জিডির পরই ব্যবসায়ীকে গুলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ০৪:৫৩ পিএম

সোনাগাজীতে নিরাপত্তা চেয়ে জিডির পরই ব্যবসায়ীকে গুলি
ফেনীর সোনাগাজীতে জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করার চারদিনের মাথায় আলমগীর হোসেন (৪৫ ) নামে এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ওই ব্যবসায়ী। বুধবার (৮ জুন) রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ পূর্ব চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আলমগীর স্টোরে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানায়, দক্ষিণ পূর্বচরচান্দিয়া গ্রামের নূরুল আমিনের ছেলে ব্যবসায়ী আলমগীর হোসেন হোসেন দীর্ঘ দিন যাবৎ চরখোন্দকারে মৎস্য চাষ করে আসছেন। মৎস্য প্রকল্প জবরদখলে নিতে স্থানীয় ভূমি দস্যু রফিকুল ইসলাম বাদল ও তার সহযোগি রাসেল আমিনের নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী তাকে গত কয়েকদিন যাবৎ হুমকি দিয়ে আসছেন। গত ৩ জুন আলমগীর হোসেন বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। জিডি রুজুর চারদিনের মাথায় ৭ জুন মধ্যরাতে চারজন মুখোশ পরা অস্ত্রধারী সন্ত্রাসী তার দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি করে। তাৎক্ষণিক আলমগীর দোকানের ক্যাশের পাশে মেঝেতে বসে গেলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার দোকানের শো-কেইচের উপর পড়ে। এসময় গুলির আঘাতে শো-কেইচের গ্লাস ভেঙ্গে গেলেও ব্যবসায়ী আলমগীর হোসেন প্রাণে রক্ষা পান। তার দাবি গুলির আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়েছে মর্মে মনে করে সন্ত্রাসীরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ও থানা পুলিশকে ফোন করলে খবর পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃহস্পতিবার সকালে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি ওই ব্যবসায়ী। জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App