×

সারাদেশ

৩ শিক্ষককে ১৭ লক্ষাধিক টাকা ফেরৎ দিতে নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৩, ১১:৫১ এএম

৩ শিক্ষককে ১৭ লক্ষাধিক টাকা ফেরৎ দিতে নির্দেশ

ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩ জন শিক্ষককে জাল সনদে চাকরি করার অপরাধে ১৭ লাখ ৬৪ হাজর৭৫০ টাকা সরকারি কোষাগারে ফেরৎ দেবার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব (আভ্যন্তরীণ নিরীক্ষা শাখা) মো. সেলিম হাওলাদার ২৯/০৫/২০২৩ তারিখে স্বাক্ষরিত আদেশে জানা গেছে।

জানাগেছে, জাল সনদে চাকরি করার অপরাধে নাজিরপুর উপজেলার চাঁদকাঠী আদর্স বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) প্রীয়াংকা হালদারকে ১১ লাখ ৪ হাজার টাকা, নাওটানা বি এম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) মনি মন্ডলকে ৫ লাখ ২৫ হাজর টাকা এবং বৈঠাকাটা কলেজের প্রভাষক মোছাম্মাত কহেতুবকে ১ লাখ ৩৫ হাজর ৭৫০ টাকা সরকারি কোষাগারে ফেরৎ দেবার জন্য নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব (আভ্যন্তরীণ নিরীক্ষা শাখা)।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকরা বিদ্যালয়ে যান না। তাই চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করা যায়নি।

অন্যদিকে, এ ব্যাপারে নাজিরপুর মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, বিষয়টি শুনেছি কিন্তু কোন চিঠি পাইনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App