×

সারাদেশ

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তকে জবাই করে হত্যার হুমকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৯:০২ পিএম

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তকে জবাই করে হত্যার হুমকি

ছবি: চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত’কে মোবাইল ফোনে কল দিয়ে ‘জবাই করে’ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হুমকিদাতাকে প্রাথমিকভাবে শনাক্ত করা না গেলেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (১ জুন) সকালে প্রতীক দত্তের সেলফোনে দুটি নম্বর থেকে কল করে এ হুমকি দেয়া হয়। প্রতীক দত্ত ঢাকায় অবস্থান করায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে নগরীতে চট্টগ্রাম কলেজের নিকটবর্তী জামায়াতে ইসলামী’র নিয়ন্ত্রিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অবৈধ দখলদারিত্ব মুক্ত করার দুই দিনের মাথায় ম্যাজিষ্ট্রেট প্রতীক দত্তকে খুন করার হুমকি দেয়া হলো।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতীক দত্ত বিগত দিনে বেশ কিছু প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন। এসব অভিযানে মাঝে মাঝে বাধার সম্মুখীনও হতে হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের ওয়েবসাইটে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের মোবাইল নম্বরে সকাল ৮টা ৪৬ মিনিটে +৫৭২৫৮২৪৭৮ নম্বর থেকে একটি কল আসে। কল রিসিভ করার পর ম্যাজিস্ট্রেটকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং গলা কেটে জবাই করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর ৮টা ৪৮ মিনিটে +৮৮০১৯৪২২০৬০৩১ নম্বর থেকে পুনরায় একই ব্যক্তি কল দেন এবং গালিগালাজ শুরু করেন। ম্যাজিস্ট্রেট কথা না বলায় তিনি ১৯ সেকেন্ড পর কলটি কেটে দেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘সকালে আমার নাম্বারে দুটি কল আসে। প্রথমে কল দিয়ে চট্টগ্রামের ভাষায় অশ্রাব্য গালিগালাজ দিয়ে এরপর আমাকে গলাকেটে হত্যা করার হুমকি দেয়। দুই মিনিট পর একই ব্যক্তি আবার আরেকটি নম্বর থেকে ইন্টারনেট কল দিয়ে পুনরায় গালিগালাজ শুরু করেন।’

কি কারণে এ হত্যার হুমকি দেওয়া হয়েছে সেই বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়ে তিনি বলেন, ‘টানা অভিযানে ভেজাল পণ্য ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত, অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং সর্বশেষ গত ৩০ মে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানে ওই ভবনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ব্যানার, চাঁদা আদায়ের রশিদ এবং বিপুল পরিমাণ সরকারবিরোধী বই জব্দ করা হয়েছে। হয়তো এ কারণে ওই রাজনৈতিক চক্র হুমকি দিতে পারে। তবে কারা এ হত্যার হুমকি দিয়েছেন সেটি নিশ্চিত করে বলতে পারছি না।

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সাংবাদিকদের বলেন, প্রতীক দত্তকে সকালে ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

শাহবাগ থানায় ম্যাজিষ্ট্রেট প্রতীক দত্তের দায়ের করা জিডি’র ব্যাপারে এস আই মো. আকুল কালাম আজাদকে দায়িত্ব দেয়া হয়েছে বলে শাহবাগ থানা সুত্রে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App