×

সারাদেশ

চবিতে ফের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ক্যাম্পাস রণক্ষেত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৭:৪৬ পিএম

চবিতে ফের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ক্যাম্পাস রণক্ষেত্র

বুধবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হন। ছবি: ভোরের কাগজ

১০ জন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব মোতায়েন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ যেন প্রতিদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে রণক্ষেত্রে পরিনত হয় চবি।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে ফের সংঘর্ষে জড়িয়েছে চবি ছাত্রলীগের দুই গ্রুপ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় উভয় পক্ষকে দেশীয় অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশের পাশপাশি র‌্যাব মোতায়েন করা হয় চবি ক্যাম্পাসে। তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে র‌্যাব।

এর আগে দুপুরে দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। উভয়পক্ষ আলাদা আলাদা স্থানে অবস্থান নিয়ে পরস্পরের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। বিকেলেও চবি’র শাহ আমানত হল ও শাহ জালাল হলে ছাত্রলীগের দুই গ্রুপে উত্তেজনা দেখা যায়। হলগুলোতে ছাত্রলীগকে বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে যেতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করা চেষ্টা করেন। কিন্তু ছাত্রলীগের দুই গ্রুপের অনুসারীদের সংঘর্ষ থেকে বিরত রাখা যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশে মোতায়েন করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একই দিন বিকেল চারটার দিকে র‌্যাবের একটি টিম ক্যাম্পাসে প্রবেশ করে। এরআগে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা বারবার চেষ্টা করেও শাটল ট্রেনভিত্তিক ছাত্রলীগের গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের সদস্যদের থামাতে পারেনি। দুপুর একটার দিকে তারা সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষে প্রক্টরসহ ১০ নেতাকর্মী আহত হওয়ার খবর এসেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুইটি হলের সামনে অতিরিক্ত পুলিশ অবস্থান করছে।

শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপ-গ্রুপ সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও সিক্সটি নাইন- এই দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এদের মধ্যে সিক্সটি নাইন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল টিপু ও সিএফসি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী। দুই পক্ষই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী বলে জানা গেছে। দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হলেও তাদের নাম পরিচয় জানা যায়নি। তবে সিএফসির অনুসারী রমজান হোসাইন নামে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীকে প্রতিপক্ষ সিক্সটি নাইনের অনুসারীরা কুপিয়ে জখম করে।

চবির প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, আহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। শাহ আমানত হলের রমজান নামে এক ছাত্র গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ১০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনকে সহযোগিতা করতে র‌্যাব ক্যাম্পাসে এসেছে। এখন পরিস্থিতি শান্ত। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি হোটেলে ভাত খাওয়ার সময় দুই নেতার তর্কাতর্কি হয়। এর জেরে রাতে প্রায় দেড় ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এসময় সংঘর্ষস্থলে অন্তত ১০ জন আহত হন। এরপর বৃহস্পতিবার দুপুরে সিক্সটি নাইন গ্রুপের এক নেতা খাবার খেতে ওই হোটেলে গেলে সিএফসির নেতাকর্মীরা তাকে মারধর করে। এতে দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষ শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App