×

সারাদেশ

তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ০১:৩০ পিএম

তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

ফাইল ছবি

তেঁতুলিয়া ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাতে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে দেবনগর ইউনিয়নের মাগুড়মাড়ি চৌরাস্তা আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক দেবনগর ইউনিয়নের নিজবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পঞ্চগড়ের জগদল বাজারে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় আমতলী এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দুটি মোটরসাইকেল তাকে সামনা-সামনি ধাক্কা দেয়। এতে পাকা রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে সিদ্দিক নিহত হয়।

তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষনা করেন। আহত নাহিদ টি ফ্যাক্টরির কর্মচারি ইমরান প্রধান (৩০) সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট নারায়নপুর এলাকার শহিদুল ইসলাম প্রধানের পুত্র ও একই ফ্যাক্টরির কর্মচারি তাইজুল (৪০)কে অবস্থা গুরুতর দেখে চিকিৎসক দুজনকে রংপুর মেডিকেলে প্রেরণ করেন। অপর আহত দেবনগর ইউনিয়েনর ডাঙ্গাপাড়া গ্রামের বসির উদ্দিন পুত্র আব্দুস সালাম (২৮)কে পঞ্চগড়েই চিকিৎসা দেয়া হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুর আলম বলেন, দুর্ঘটনায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হলেও আবু বক্কর সিদ্দিককে মৃত অবস্থায় পাওয়া যায়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা জানান, মহাসড়কে সংস্কারকাজ চলমান থাকায় একপাশে কার্পেটিং করা হয়েছে অন্যপাশে ফাঁকা থাকায় সবাই একই পাশ দিয়ে চলাচলের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App