×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে প্রতারক চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৩, ০২:২২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে প্রতারক চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

ছবি: গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

আল্টিমা ফার্ম মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ ক্রিপ্টো কারেন্সি লেনদেন এবং জনসাধারণের বিপুল অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১৫ মে) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‍্যাব-৫, এর রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের উদয়ন মোড়ের আলাউদ্দীন হোটেল এন্ড রেস্টুরেন্টের ভিতর থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বাবলু আক্তারের ছেলে মো. আলিউল আজিম (৩৫) মো. রকিবুল ইসলাম তৌফিকের ছেলে মো. শামসুদ্দিন ও মো. বাবলু আলীর ছেলে মো. আরিফ হোসেন। এ সময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন, ৮টি সিমকার্ড এবং বিভিন্ন গ্রাহকের আল্টিমা এ্যাপস্ সম্বলিত ২২টি কার্ড জব্দ করেন।

র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে গেছে, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার দীর্ঘদিন ধরে প্রতারণার করে আল্টিমা ফার্ম মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ ক্রিপ্টো কারেন্সি লেনদেন এবং অতিরিক্ত অর্থের লোভ দেখিয়ে সাধারণ জনগণের লাখ টাকা আত্মসাৎ করে একটি চক্র। র‍্যাবের ছায়া তদন্তে বেরিয়ে আসে, উক্ত মোবাইল অ্যাপ এ এজেন্টের মাধ্যমে নগদ অর্থ দিয়ে নামে পয়েন্টে কেনা হয়। যার মাধ্যমে শেয়ার ক্রয়ে দাম বৃদ্ধি সাপেক্ষে লভ্যাংশ প্রদান করা হয়। এছাড়াও একজনের রেফারেন্সে আরেকজনের একাউন্ট খুলেও অতিরিক্ত ডলার আয় করা যায়। এ সকল লোভনীয় অফারের ফাঁদে ফেলে অসংখ্য সাধারণ মানুষের লক্ষ টাকা আত্মসাৎ করে চক্রটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App