×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎপৃষ্টে নেসকোর লাইন সাহায্যকারীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩, ০৭:০৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎপৃষ্টে নেসকোর লাইন সাহায্যকারীর মৃত্যু

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জ নেসকোর সাব-স্টেশনে ৩৩ কেভি লাইনের উপরে বিদ্যুৎপৃষ্টে মিজানুর রহমান (৩৩) নামে এক লাইন সাহায্যকারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) বিকেল পৌণে তিনটার দিকে জেলা শহরের হুজরাপুরস্থ সাব-স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বরিশালের উজিরপুর উপজেলার আটিঁপাড়া গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা আবদুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, ৩৩ কেভি লাইনের ব্রেকার পড়ে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ঠিক করতে উঠেন মিজানুর রহমান। কাজ শুরুর আগে তাকে লাইন সাট ডাউন (সংযোগ বিছিন্ন) করার কথা জানানো হয়। এতে কাজ শুরুর পর হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান মিজানুর।

নেসকোর লাইনম্যান আফসারুল হক বলেন, ৩৩/১১ কেভির ওসিআর নষ্ট ছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে তা পরিবর্তন করার নির্দেশ আসে। লোকজন নিয়ে সেখানে যায়। সাট ডাউন ক্লিয়ারেন্স কর্মকর্তার নির্দেশে কাজ শুরুর সঙ্গে সঙ্গেই শর্ট সার্কিট হয়। তবে অন্য লাইনে সাট ডাউন করা হয়েছিল। কাজের স্থানে নির্বাহী বা সহকারী প্রকৌশলীর উপস্থিতিতে সাট ডাউন করার কথা থাকলেও সেখানে ছিল একজন উপ-সহকারী প্রকৌশলী।

নেসকো বিদুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বলেন, এতো গুরুত্বপূর্ণ কাজে নির্বাহী প্রকৌশলী থাকার কথা থাকলেও তা ছিল না। বড় কর্মকর্তারা থাকলে এমন ভুল হওয়ার সুযোগ কম থাকে। মরদেহ এখন হাসপাতালে রয়েছে।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাজির হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছিল। নেসকোর নির্বাহী প্রকৌশলী আলিউল আজিম অভিযোগ অস্বীকার করে বলেন, নিরাপত্তা নিয়ে কোন ধরনের গাফিলতি ছিল না। সকল ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেই কাজ চলছিল। হঠাৎ অন্য লাইনে হাত চলে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান মিজানুর। এটি একটি দূর্ঘটনা। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বলেন, মরদেহ হাসপাতালে রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App