×

সারাদেশ

বাবার গাড়ির চাকায় পিষ্ট সন্তান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৩, ০৬:৫৯ পিএম

বাবার গাড়ির চাকায় পিষ্ট সন্তান

ফাইল ছবি

বাউফলে বাবার ট্রলি গাড়ির চাকায় পিষ্ট হয়ে সাত বছর বয়সী এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ মে) দুপুরের দিকে উপজেলার বগা-কনকদিয়া হোগলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মো. ইয়ামিন হোসেন (৭)। তার বাবার নাম মো. জাকির হোসেন। সে বগা দ্বীনিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। তারা কনকদিয়া ইউনিয়নের হোগলা গ্রামের বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক।

স্থানীয় সূত্র জানা গেছে, বুধবার বেলা ১২টার দিকে মাদ্রাসা ছুটির পর বাবা জাকির হোসেন ছেলেকে নিয়ে ট্রলি গাড়ি করে বাড়ি ফিরছিলেন। বগা হোগলা ব্রিজের উত্তর পাশের ঢালে নামার সময় খাদা-খন্দে ভরা সংযোগ সড়কে ঝাঁকুনিতে ইয়ামিন গাড়ি থেকে ছিটকে পড়ে যায়। এসময় ইয়ামিনের মাথার অংশ ট্রলির মাঝের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে যায়। ঘটনাস্থলেই মারা যায় ইয়ামিন।

মো. সোবাহান নামের এক পথচারী বলেন, ট্রলি গাড়ির চাকায় কোনো স্প্রিং না থাকায় অতিরিক্ত ঝাঁকুনির সৃষ্টি হয়। চালকের পাশেই বসে ছিল শিশুটি। গাড়ির ঝাঁকুনিতে শিশুটি ছিটকে রাস্তায় পড়ে যায়। গাড়ির সামনের অংশ থেকে পড়ে যাওয়ায় গাড়ির মাঝের চাকায় শিশুর মাথার ওপর চাকা উঠে যায়। ঘটনার পর পরই শিশুটিকে বগা উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এহসানুল কবির শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

কনকদিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার বলেন, বাবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে সন্তানের মৃত্যুর ঘটনা কোনো ভাবেই মানা যায় না। ঘটনাটি শুনে আমি মর্মাহত হয়েছি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সি) এটিএম আরিচুল হক জানান, ঘটনার পর পরই পুলিশ পঠানো হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। বাবার ট্রলির চাকায় পিষ্ট হয়ে সন্তানের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App