×

সারাদেশ

মেহেরপুর হাসপাতালে ৫ দালালের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ০৩:১২ পিএম

মেহেরপুর হাসপাতালে ৫ দালালের কারাদণ্ড

ছবি: মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগীদের সাথে প্রতারণা করে হাসপাতাল থেকে ভাগিয়ে ক্লিনিকে নেওয়ার অপরাধে পাঁচ দালালকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৯ মে) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বরে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন।

দণ্ডিতদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এরা হচ্ছেন, জামাল আলী, সুমি খাতুন, সোহাগ হোসেন, জেসমিন ও জোহরা খাতুন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, দণ্ডিতরা বিভিন্ন সময় রোগীদেরকে ভালো সেবা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করতো। ক্লিনিক কর্তৃপক্ষ সুযোগ পেয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। এ টাকার একটি অংশ পেতেন ওই দালালরা। বিষয়টি টের পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ওই দালালদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সত্যতা স্বীকার করেন। পরে তাদের প্রত্যেককে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল। যার নেতৃত্বে ছিলেন ওসি সাইফুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App