×

সারাদেশ

কবিগুরুর স্মৃতিবিজড়িত ঈশ্বরগঞ্জে রবীন্দ্র জন্মবার্ষিকী পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ১০:৫৯ পিএম

কবিগুরুর স্মৃতিবিজড়িত ঈশ্বরগঞ্জে রবীন্দ্র জন্মবার্ষিকী পালিত

ছবি: ভোরের কাগজ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত আঠারবাড়ী জমিদার বাড়ি প্রাঙ্গণে আঠারবাড়ী ডিগ্রি কলেজ মিলনায়তনে কবির ১৬২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ মে) আলোচনা সভা ,কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত,আঠারবাড়ী ডিগ্রি কলেজ ও উপজেলা শিল্পকলা অ্যাকাডেমির সহযোগিতায় নৃত্যে অংশগ্রহণ করে শিশুশিল্পী প্রিয়ন্তি ভট্টাচার্য্য, সঙ্গীত পরিবেশন করেন শিপ্রা কুর্মী শ্রাবণী, অনামিকা চৌধুরী, শিলা রানী সরকার ও পলি রানী সরকার।

‘সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ’ প্রতিপাদ্যের আলোচক অধ্যক্ষ অজয় কিশোর চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিল্পকলা অ্যাকাডেমির সভাপতি ইউএনও হাফিজা জেসমিন, কবি সোহরাব পাশা, সহকারী অধ্যাপক শহীদুল হক, ইউপি চেয়ারম্যান জুবের আলম রুপক, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ভূঞা, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, পালা নাট্যকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস, সাংবাদিক রতন ভৌমিক, শিল্পী এমদাদুল হক বাবুল, আবুদল রাশিদ ও কবি ফয়সল আহমেদ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App