×

সারাদেশ

শিবগঞ্জে ৩০ বিঘা খাসজমি উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৩, ০৩:৫০ পিএম

শিবগঞ্জে ৩০ বিঘা খাসজমি উদ্ধার

ছবি: শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর বাঁধে অভিযান চালিয়ে ১০ দশমিক ১৭ একর (প্রায় ৩০ বিঘা) খাসজমি উদ্ধার করেছে প্রশাসন। শুক্রবার (৫ মে) দুপুরে এ তথ্য জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন।

এর আগে পদ্মা নদীর ৫ ও ৬ নম্বর বাঁধ এলাকার ঘোড়াপাখিয়া দেবোত্তর মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ১১৮৭ নম্বর দাগের এই খাস জমিটি সরকারি পূর্ণ নিয়ন্ত্রণে নেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে সম্পত্তি ভোগদখল করে আসছিল। পরে সম্পত্তির মালিক সরকারের পক্ষে জেলা প্রশাসক সম্বলিত সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়। শিবগঞ্জ থানা পুলিশ, ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রামপুলিশ ও উপজেলা ভূমি অফিসের স্টাফ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App