×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি হেরোইন আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৩, ১১:২১ এএম

চাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি হেরোইন আটক

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে পাঁচ কেজি হেরোইন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৪ মে) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার গভীর রাতে হিরোইনগুলো আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি), অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বিজিবির রহনপুর ব্যাটালিয়ন জানতে পারে ওই সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবাড়িরা মাদকদ্রব্য পাচার করতে পারে। এই খবর পাওয়ার পর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ তাহাখানা নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুই মোটরসাইকেল আরোহীকে দেখে বিজিবি টহলদলের সন্দেহ হয় এবং তাদেরকে চ্যালেঞ্জ করে। তবে মোটরসাইকেল আরোহীরা তাদের মোটরসাইকেলসহ একটি বস্তা ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App