×

সারাদেশ

রাস্তা কেটে মাটি বিক্রি নিয়ে সংবাদ, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ০২:২৩ পিএম

রাস্তা কেটে মাটি বিক্রি নিয়ে সংবাদ, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

ছবি: সৈয়দ মনির আহমদ, ফেনী

ফেনীর সোনাগাজীতে ‘রাস্তা কেটে মাটি বিক্রি করে দিলেন চরখোয়াজের মাটি খেকো মামুন’ এ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি ও সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি বাহার উল্লাহ বাহারকে প্রাণনাশের হুমকি দিয়েছে ওই মাটি খেকো মামুন ।

মঙ্গলবার (২ মে) বিকালে এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় জিডি করেছেন সাংবাদিক বাহার ।

জানা যায়, সোনাগাজীর দক্ষিণ চরচান্দিয়া ৯নং ওয়ার্ডের নুর উল্যাহ সওদাগরের বাড়ি থেকে আবদুল্লাহ মেম্বার বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা নির্মাণ করে ইউনিয়ন পরিষদ। ওই রাস্তা কেটে মাটি বিক্রি করেছে চরখোয়াজ আবু সুফিয়ান প্রকাশ মামুনসহ তার সহযোগীরা।

সে চরখোয়াজ গ্রামের আবদুল মাঝি বাড়ির জয়নাল আবদিনের ছেলে। রাস্তার এক তৃতীয়াংশের মাটি কেটে নেয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এতে যান চলাচল ব্য।হত হচ্ছে।

বিষয়টি সরেজমিনে পরিদর্শনপূর্বক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, হুমকির ঘটনায় সাংবাদিক বাহার উল্যাহ একটি জিডি করেছেন। রাস্তার মাটি কাটার ঘটনাটি শুনেছি। তবে এখনো কোন অভিযোগ পাইনি।

সাংবাদিক বাহার উল্যাহকে হুমকিদাতা মাটি খেকো মামুনকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে ফেনী সাংবাদিক ইউনিয়ন ও সোনাগাজী প্রেসক্লাব নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App