×

সারাদেশ

শিমুলিয়া-জাজিরা ঘাট থেকে ফেরি দুটি সরানো হয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০৩:২৭ পিএম

শিমুলিয়া-জাজিরা ঘাট থেকে ফেরি দুটি সরানো হয়েছে

শিমুলিয়া-জাজিরা ফেরিঘাট। ফাইল ছবি

ঈদ শেষে মাওয়ার শিমুলিয়া ফেরিঘাট থেকে দুটি ফেরি সরিয়ে নেয়া হয়েছে। এই নৌপথে আপাতত আর ফেরি চলবে না।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক জামাল হোসেন জানিয়েছেন, ঈদের ঘরে ফেরার সময় পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ ছিলো। তাই নৌপরিবহন মন্ত্রণালয় ঈদের পাঁচ দিন আগে থেকে দুটি ফেরি চলাচলের সিদ্ধান্ত নেয়। এখন পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনমতি দেয়া হয়েছে। তাই এখন আর ফেরি চলাচলের তেমন প্রয়োজনীয়তা নেই। এ কারণেই এই নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। এই নির্দেশনা পাওয়ার পর ফেরিগুলো সরিয়ে নেয়া হয়।

জানা গেছে, ঈদের আগে মোটরসাইকেল পারাপারের জন্যই কুঞ্জলতা ও কলমিলতা নামের দুটি ফেরি শিমুলিয়া-জাজিরা ঘাটে পারাপারের জন্য আনা হয়। কুঞ্জলতা ফেরিটি আরিচা-কাজীরহাট নৌপথে এবং কলমিলতা ফেরিটি ভোলার ইলিশা-মজু চৌধুরীর ঘাট নৌপথে চলাচল করতো। ১৮-১৯ এপ্রিল এই দুই দিন ফেরি শিমুলিয়া-জাজিরা নৌপথে পুরোপুরি কার্যকর থাকে। এরপরই সরকার হঠাৎ করে পদ্মাসেতু দিয়ে মোটরসাইকেল চলবে বলে ঘোষনা দেয়। এরপর ২০ এপ্রিল ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়। এই ২০ এপ্রিল থেকে ফেরি অলস পড়ে থাকে। আর কোনো ফেরি চলাচল করেনি। তবে সড়কে কোনো সমস্যা সৃষ্টি হলে বিকল্প হিসেবে ফেরিতে মোটরসাইকেল পারাপার করার প্রস্তুতি রাখতেই ফেরি দুটি সরিয়ে নেয়া হয়নি। তবে গত বৃহস্পতিবার ফেরি দুইটি সরিয়ে নিতে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপককে নির্দেশ দেয়া হয়। এরপরই শুক্রবার একটি ফেরি সরিয়ে নেয়া হয়েছে। অপর ফেরিটি রবিবার সরিয়ে নেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App