×

সারাদেশ

মিরসরাই ট্র্যাজেডির ঘাতক মফিজুর আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ১২:৫৩ এএম

চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডির মূল হোতা ঘাতক পিকআপ চালক মফিজুর রহমান মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েক বছর ধরে শারীরিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি।

মফিজুর রহমান উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনির আহম্মদ মুক্তার বাড়ির বাসিন্দা।

জানা গেছে, ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে বাড়ি ফেরার পথে সৈদালী এলাকায় শিক্ষার্থীদের বহনকারী একটি পিকআপ সড়কের পাশে ডোবায় উল্টে যায়। এসময় ৪৪ জন শিক্ষার্থী ও একজন অভিভাবকসহ মোট ৪৫ জন নিহত হয়। পিকআপটির চালক ছিলেন মফিজুর রহমান।

এ ঘটনায় দীর্ঘ পাঁচ বছর কারাভোগের পর ২০১৫ সালের ২৮ জুলাই তিনি মুক্তি পান। কারামুক্তির পর কিছুদিন সামাজিক কারণে আত্মগোপনে ছিলেন। সবশেষ ২০২১ সালের ১১ জুলাই তার সঙ্গে কথা হয়। সেসময় তিনি জানিয়েছিলেন মিরসরাই ট্র্যাজেডির পর আর কখনো গাড়ির স্টিয়ারিং ধরেননি। রোগশোকে ভুগে প্রবাসে থাকা দুই ছেলের পাঠানো টাকায় চলতেন তিনি।

মফিজুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ১৩নং মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহাম্মদ নিজামী। তিনি বলেন, শুক্রবার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App