×

সারাদেশ

দিনাজপুরে বাস চাপায় একই পরিবারের চারজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ১২:৪২ পিএম

দিনাজপুরে বাস চাপায় একই পরিবারের চারজন নিহত

ছবি: সংগৃহীত

দিনাজপুরে বাস চাপায় একই পরিবারের চারজন নিহত

ছবি: মো. আব্দুস সালাম, চিরিরবন্দর (দিনাজপুর)

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী অজ্ঞাত কোচ ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে উচিতপুর বাজারের পশ্চিম দিকে শিবকুড়ী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী অজ্ঞাত কোচটি ফুলবাড়ির দিকে যাচ্ছিল আর নবাবগঞ্জ থেকে একটি সিএনজি দিনাজপুরের দিকে আসছিল। শিবকুড়ী এলাকায় পৌঁছালে তাদের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ঘটনাস্থলে সিএনজি থাকা দুই শিশু নিহত হয়। গুরুতর আহত আরো ৩ জন। সিএনজি চালকসহ চারজনকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা যান। [caption id="attachment_424416" align="alignnone" width="1045"] ছবি: মো. আব্দুস সালাম, চিরিরবন্দর (দিনাজপুর)[/caption] দুর্ঘটনায় নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের পলাশ রায়ের ছেলে অপুর্ব রায় (১০), পার্বতীপুর উপজেলার হ‌রিরামপুর গ্রামের উত্তম রায়ের ছেলে অর্নব রায় (৭), একই পরিবারের শংকর রায়ের ছেলে উত্তম রায় (৩৫) এবং উত্তম রায়ের স্ত্রী পল্লবী রানী (৩৩)। দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী হাসান ঘটনা স্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ হাসান, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশীদ। নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী হাসান বলেন, আপনাদের এই অপূরণীয় ক্ষতি পুষিয়ে দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তারপরও আমরা চেষ্টা করছি আপনাদের পাশে থাকতে। সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য যা যা করার সব ধরনের সহযোগিতা করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ নিহত ব্যক্তিদেরকে ২৫,০০০ হাজার আহত দের জন্য ১০ হাজার টাকা দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App