×

সারাদেশ

ঈদে লক্ষাধিক পর্যটক বরণে প্রস্তুত সাদা পাথর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ১০:৩৫ এএম

ঈদে লক্ষাধিক পর্যটক বরণে প্রস্তুত সাদা পাথর

ছবি: মো. সোহেল রানা, কোম্পানীগঞ্জ (সিলেট)

ঈদে লক্ষাধিক পর্যটক বরণে প্রস্তুত সাদা পাথর

ছবি: মো. সোহেল রানা, কোম্পানীগঞ্জ (সিলেট)

পবিত্র রমজান মাসজুড়ে সাদা পাথর পর্যটন কেন্দ্রে ছিল সুনসান নীরবতা। এবার ঈদের টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় সেই নীরবতা ভাঙতে চলেছে। পর্যটকদের বরণে সব আয়োজন প্রায় শেষ করেছে সাদা পাথর পর্যটন সংশ্লিষ্টরা।

সাদা পাথরে পর্যটক পরিবহনের জন্য প্রায় শতাধিক নৌকা রং করা ও ধুয়ে-মুছে পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। ঈদের ছুটি পাঁচ দিন হলেও টানা সাত দিন সাদা পাথরে পর্যটকরদের ঢল নামবেন বলে আশা করছেন ব্যবসায়ীরা।

এ সময়ের মধ্যে প্রায় দেড় থেকে দুই লাখ পর্যটকের আগমন হলে তাদের কাছ থেকে সব খাত মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকা আয় করতে সক্ষম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদে পর্যটক আগমনকে ঘিরে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সাদা পাথর পর্যটন কেন্দ্রে সার্বক্ষণিক থাকবে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের আলাদা দুটি টিম, স্থাপন করা হয়েছে অভিযোগ কেন্দ্র, মেডিকেল ক্যাম্প, পর্যটক বসার ব্যবস্থা, সন্ধায় নৌকাঘাঠ এলাকায় থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নৌকা ঘাট ইজারা কর্তৃপক্ষের ভলেন্টিয়ার টিম।

ইতোমধ্যে পর্যটকদের বরণে প্রস্তুতি শেষ করেছে সাদা পাথরের অবস্থিত নৌকা ঘাট কর্তৃপক্ষ, রেস্তোরাঁ, আবাসিক হোটেল ও রিসোর্ট। এখান রয়েছে দুটি আবাসিক হোটেল ও একটা রিসোর্টে, সেগুলো মুটামুটি বুকিং হয়ে গেছে। অন্যান্য বছরের মতো এবারও ঈদে বিপুলসংখ্যক দর্শনার্থীর আগমন হবে বলে আশা ব্যবসায়ীদের। পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন।

[caption id="attachment_424305" align="alignnone" width="1199"] ছবি:[/caption]

সাদা পাথর ফটোগ্রাফি সোসাইটির সভাপতি শরীফ আহমদ জানান, নান্দনিক পর্যটন কেন্দ্রে পর্যটকদের বাড়তি আনন্দ দিতে পাশে রয়েছেন ফটোগ্রাফাররা। সুন্দর দৃশ্যের সাথে পর্যটকদের ক্যামেরাবন্দী করতে রয়েছে আমাদের দক্ষ ফটোগ্রাফার। ঈদে আগত লক্ষাধিক পর্যটকদের সেবা দিতে প্রস্তুত রয়েছে সাদা পাথর ফটোগ্রাফি সোসাইটির সদস্যরা।

সাদা পাথর হোটেল এন্ড রিসোর্টের জিএম সাইফুল ইসলাম বলেন, আমাদের সব প্রস্তুতি শেষ প্রান্তে। পাঁচ দিনের সরকারি ছুটি রয়েছে। এবারের ঈদে রিসোর্টে বুকিং প্রায় ৭০%-৮০% সম্পন্ন। পর্যটকদের সাদা পাথর ভ্রমণে স্বাগত জানাই।

রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রুবেল আহমদ বলেন, পর্যটক টানতে আমরা দেশি খাবারের পাশাপাশি বিভিন্ন আইটেমের খাবার বাড়িয়েছি। আশাকরি সাদা পাথরের আগত পর্যটকরা এর স্বাদ নিবে।

সাদা পাথর নৌকা ঘাট ইজারা কর্তৃপক্ষের সদস্য তাওহীদ মিয়া বলেন, সাদা পাথরে প্রায় প্রতিবছরই ঈদের টানা ছুটিতে লক্ষাধিক পর্যটকের আগমন ঘটে থাকে। এবারও এমনটা প্রত্যাশা আমাদের। পর্যটকদের সেবা দিতে আমাদের সবধরনের প্রস্তুতি সম্পন্ন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, ঈদের ছুটিতে পর্যটকের পদচারণায় আবারও চিরচেনা রূপে ফিরবে সাদা পাথর পর্যটন এলাকা। সাদা পাথরে আগত পর্যটকদের নিরাপত্তায় সবধরনের প্রস্তুতি সম্পন্ন। আমরা সাদা পাথরে আগত পর্যটকদের সুবিধার্থে অভিযোগ কেন্দ্র স্থাপন করেছি। পর্যটকদের কাছ থেকে খাবারের অতিরিক্ত দাম কিংবা নৌকা ভাড়া আদায় করলে অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App