×

সারাদেশ

টেকনোলজি আমাদের চিন্তার পরিধিকে বাড়িয়ে দিয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ০৪:৫৩ পিএম

টেকনোলজি আমাদের চিন্তার পরিধিকে বাড়িয়ে দিয়েছে

ছবি: ভোরের কাগজ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, টেকনোলজি আমাদের চিন্তার পরিধিকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আজকাল ছোট ছোট বাচ্চারা টেকনোলজির মাধ্যমে বিশ্ব ভ্রমণ করছে।

তিনি বলেন, টেকনোলজির মাধ্যমে দ্রুত আমরা পরিবর্তিত হয়ে যাচ্ছি। উন্নত দেশগুলো টেকনোলজিতে অনেক ফার্স্ট। প্রধানমন্ত্রী আগামী প্রজন্মকে আধুনিক করে গড়ে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছে। বর্তমানে ক্লাস ফাইভ থেকে বাচ্চাদের ল্যাংগুয়েজের ভাষা কোডিং শেখানো হচ্ছে। যা বাচ্চাদের এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণকালে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, জেলা পরিসংখ্যান কর্মকর্তা বশির আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শালিকা বালিকা প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম।

বক্তব্য শেষে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার ৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ ৩০ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App