×

সারাদেশ

বুলেটের শক্তি চিরজীবন পরাজিত, জনগণের শক্তি জয়ী হয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০৬:৫৪ পিএম

বুলেটের শক্তি চিরজীবন পরাজিত, জনগণের শক্তি জয়ী হয়েছে

ছবি: ভোরের কাগজ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২০টির বেশি আসন পাবে না বলে দাবি করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ্ মো. আবু জাফর।

সোমবার (১৭ এপ্রিল) বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শাহ্ মো. আবু জাফর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারপ্রধানকে উদ্দেশ্য করে বলেন, আপনার এতই যদি জনপ্রিয় থাকে তাহলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন। ২০টির বেশি আসন পাবেন না।

সাবেক এ সাংসদ তার দলীয় নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকলে বর্তমান সরকার আর বেশিদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না। বুলেটের শক্তি চিরজীবন পরাজিত হয়েছে। জনগণের শক্তি জয়ী হয়েছে।

সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম শেখের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিয়া আকরামুজ্জামান, বোয়ালমারী উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু, মধুখালি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ সতেজ, আলফাডাঙ্গা পৌর বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোসবুর রহমান খোকন, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম দাউদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আহম্মেদ আলী সিকদার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মুসা ও উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মিলন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App