×

সারাদেশ

৮ মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ০৯:১৭ পিএম

৮ মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব উদ্বোধন

ছবি: ভোরের কাগজ

চিকিৎসা ও শিক্ষাকে অধিকতর যুগোপযোগী, গতিশীল ও ব্যবহারিক করতে দেশের আটটি মেডিকেল কলেজে চালু হলো সিমুলেশন ল্যাব ও ই-লাইব্রেরী। শনিবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে এই ল্যাবের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

একই সময় ভার্চুয়ালি দেশের অপর সাতটি মেডিক্যাল কলেজে স্থাপন করা এই ল্যাবের উদ্বোধন করা করেন তিনি।

এ স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ৮টি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব এবং ৩৭টিতে ই-লাইব্রেরী চালু হওয়ার মধ্য দিয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এখন ডিজিটাল ও স্মার্ট পদ্ধতিতে শিক্ষালাভের সুযোগ পাবে। উন্নত দেশগুলোর মতো আমাদের দেশেও এই সুবিধা পেতে শুরু করলো। এই উন্নত পদ্ধতি পর্যায়ক্রমে দেশের অন্যান্য মেডিকেল কলেজেও চালু হবে।

জাহিদ মালেক বলেন, এই ল্যাবে অ্যাডভান্সড ডিজিটাল ডিসেকসন টেবিলের ব্যবহার করে ডিজিটালি মৃতদেহ ব্যবচ্ছেদের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারবে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীরা।

সিমুলেশন ল্যাব ও ই-লাইব্রেরী উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেছেন, এবছরেই দেশের সকল জেলা ও উপজেলা হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য চিকিৎসা সেবা কার্যক্রম চালু করা হবে।

তিনি বলেন, রোগী ও রোগীর স্বজনরা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসকদের সেবা নিতে গিয়ে নানা ধরনের হয়রানীর শিকার হচ্ছেন। তাদের ভোগান্তি লাঘবের জন্য আমরা বৈকালিক চিকিৎসাসেবার কথা চিন্তা করেছি। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে বৈকালিক সেবা চালু হয়েছে। রোগীরা সেবা পাচ্ছেন। এই কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দিতে চাই। আশাকরি এবছরের সারাদেশে এই সেবা চালু হয়ে যাবে।

উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রানালয়ের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিয়া, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত  সচিব আবুল বাশার জামান, মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, কর্ণেল মালেক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ডা. আরশ্বাদ উল্লাহ, সিভিল সার্জন ডা. মোয়াজেম আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী।

এদিকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন এ প্রসঙ্গে জানান, এই পদ্ধতিতে মেডিক্যালের শিক্ষার্থীরা রোগীর ওপর প্রয়োগ করার আগেই সিমুলেটরের মাধ্যমে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। এতে করে অপ্রতুল মৃতদেহের সরবরাহ ও ব্যবহার কমে আসবে। এছাড়া বার বার ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা অনেক গুণ বেড়ে যাবে। পর্যায়ক্রমে দেশের সকল মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে এই ল্যাব চালু করা হবে বলেও জানান ডা. জাকির হোসেন।

তিনি আরো জানান , স্মার্ট বাংলাদেশ সূচনা লগ্নে চিকিৎসা শিক্ষাকে আরো গতিশীল করার লক্ষ্যে দেশের সকল মেডিক্যাল, ডেন্টাল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য উন্মোচিত হবে ই-লাইব্রেরী। এর মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের ছাত্ররা বিশ্বের স্বনামধন্য লেখকদের পাঠ্যবই, জার্নালসহ অন্যান্য রেফারেন্স বই হাতের আঙুলের চাপে নিমিষেই পড়তে পারবে। এতে করে অনেক মূল্যবান বই ও জার্নাল ব্যবহার করে ছাত্র শিক্ষকরা গবেষণার কাজকে এগিয়ে নিতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App