×

সারাদেশ

ক্ষেতলালে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ১২:৪৬ পিএম

ক্ষেতলালে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

ছবি: ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

পহেলা বৈশাখ ১৪৩০ উপলক্ষে শোভাযাত্রা শেষে শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাঠি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল।

উপজেলা পরিষদের সিএ এস এম শওকত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নির্ঝর কুমার মন্ডল, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা রিপন আহম্মাদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আখতারুজ্জামান তালুকদার।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার গুন্নাহ, শিক্ষা অফিসার মোজ্জাম্মেল হক শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লা সরকার, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, আবু রাশেদ আলমগীরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তযোদ্ধারা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে এক বাংলার ঐতিহ্য্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App