×

সারাদেশ

ঈশ্বরদীতে ট্রলির ধাক্কায় যাত্রী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০৭:৫২ পিএম

ঈশ্বরদীতে ট্রলির ধাক্কায় যাত্রী নিহত

ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের পাকুরিয়া হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানের যাত্রীর নাম গোলাম হোসেন (৪৫)। সে রাজশাহী বাঘা উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, বৃহস্পতিবার সকালে অটোভ্যানে কয়েকজন ইটভাটার শ্রমিক রাজশাহীর বাঘা থেকে লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের ইটভাটায় কাজে আসছিলেন। পথে ভ্যানটি পাকুরিয়া হাটে এলে সামনে থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গোলাম নিহত হন এবং আহত হন তিনজন। খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং আহত তিন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App