×

সারাদেশ

বিশ্বম্ভরপুরে উৎসব মুখর পরিবেশে বোরোধান কাটা উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৪:৫১ পিএম

বিশ্বম্ভরপুরে উৎসব মুখর পরিবেশে বোরোধান কাটা উদ্বোধন

ছবি: ভোরের কাগজ

বিশ্বম্ভরপুরে উৎসব মুখর পরিবেশে বোরোধান কাটা উদ্বোধন
বিশ্বম্ভরপুরে উৎসব মুখর পরিবেশে বোরোধান কাটা উদ্বোধন

বিশ্বম্ভরপুর উপজেলায় উৎসব মুখর পরিবেশে বোরো ধান কাটার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার করচার হাওরের কৃষ্ণনগর গ্রাম সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসন ও কৃষি অফিস এ ধান কাটার আয়োজন করে।

ধান কাটা উৎসবে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা, সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. আল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুহুল হাসান, সমাজসেবা কর্মকর্তা মো. রুমানহাসান, উপজেলা প্রকৌশলী একরামুল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক,ও সাংবাদিকগণ।

উপজেলার মুক্তিখলা গ্রামের মারফত আলীর জমিতে কাচি দিয়ে আনুষ্ঠানিকভাবে অতিথিবৃন্দ ধান কাটেন। পরে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হয়। কৃষকসহ সর্বস্তরের মানুষ এ অনুষ্ঠান উপভোগ করে।

কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া জানান, বিশ্বম্ভরপুর উপজেলায় এ বছর ১০ হাজার ৫৫৮ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে হাওরে ৭০২৫ হেক্টর এবং হাওর বহির্ভূত ৩৫৩৩ হেক্টর জমিতে ধান চাষাবাদ করা হয়। উপজেলার বৃহৎ খরচার হাওরসহ বিভিন্ন হাওরে ধানন পাকতে শুরু করেছে। আশা করা যায়, আগামী এক সপ্তাহের মধ্যে পুরো দমে ধান কাটা শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App