×

সারাদেশ

গাজীপুরে নৌকার মাঝি কে?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ১১:২৪ এএম

গাজীপুরে নৌকার মাঝি কে?

ছবি: সংগৃহীত

বৃহত্তম গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে কে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। মনোনয়ন পেতে এখন পর্যন্ত ক্ষমতাসীন দলের প্রায় এক ডজনের বেশি নেতা মাঠে নেমেছেন। নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তাঁদের সমর্থনে টাঙানো হয়েছে ব্যানার, পোস্টার ও বিলবোর্ড।

যাঁদের নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছে, তাঁরা হলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান। এর বাইরে মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান, নগরের গাছা অঞ্চলের ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুন মণ্ডল, আরএসবি গ্রুপের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মেজবাহ্‌ উদ্দিন সরকার ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম দলীয় মনোনয়ন চাচ্ছেন।

এ বিষয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল বলেন, ‘যে কেউ দলের মনোনয়ন চাইতে পারেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সবার বিষয়ে খোঁজখবর রাখছেন। তাঁরা সব বিষয় বিবেচনায় রেখেই প্রার্থী বাছাই করবেন। আমরা সেই প্রার্থীর পক্ষে কাজ করব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App