×

সারাদেশ

আশাশুনিতে দুটি পেট্রোল পাম্প সীলগালা ও জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ০৪:৪৫ পিএম

আশাশুনিতে দুটি পেট্রোল পাম্প সীলগালা ও জরিমানা

ছবি: ভোরের কাগজ

আশাশুনি উপজেলার বুধহাটা ও মহেশ্বরকাটিতে অবস্থিত দুটি পোট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও সীলগালা করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) দুপুর ১২.৩০ টা থেকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে মহেশ্বরকাটির মেসার্স আন্না ফিলিং স্টেশানে পরিমাপে কারচুপি ও ভোক্তাদের সঙ্গে প্রতারনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ধারায় পাম্পের ম্যানেজার সেফাতুল্লাহকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সঙ্গে সঙ্গে পাম্পের একটি মেশিন সীলগালা করা হয়।

পরে বুধহাটায় অবস্থিত মেসার্স রহমান ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে একই অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App