×

সারাদেশ

কাজুবাদাম ও কফি চাষ প্রকল্প হাতে নেয়া হয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ০৩:১০ পিএম

কাজুবাদাম ও কফি চাষ প্রকল্প হাতে নেয়া হয়েছে

ছবি: শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

কাজুবাদাম ও কফি চাষ প্রকল্প হাতে নেয়া হয়েছে

ছবি: শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

পার্বত্য চট্টগ্রামে কৃষি বিপ্লবের মাধ্যমে অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন আনতে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, পার্বত্য চট্টগ্রামে অর্থনৈতিক অবস্থার উন্নয়নে কাজুবাদাম ও কফি চাষ সম্প্রসারণের প্রকল্প নেয়া হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) সকালে মন্ত্রী বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে কাজুবাদাম বাগান পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন।

কৃষি ব্যবস্থার উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা দিচ্ছে উল্লেখ করে কৃষি মন্ত্রী বলেন, এসব ফসলের চাষ জনপ্রিয় করতে কৃষক ও উদ্যোক্তাদেরকে আমরা বিনামূল্যে উন্নত জাতের চারা, প্রযুক্তি ও পরামর্শসেবা প্রদান করে যাচ্ছি। এখন পর্যন্ত কফি ও কাজুবাদামের ১২ লাখ চারা বিনামূল্যে কৃষকদেরকে দেয়া হয়েছে। আর এ বছর ২০ লাখ চারা দেয়া হবে।

[caption id="attachment_420501" align="alignnone" width="1600"] ছবি: শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)[/caption]

মন্ত্রী পরে হাজী আবুল কালাম সরকারী ডিগ্রি কলেজ মিলনায়তনে এক কৃষক সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এমপি, মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বিএআরসির চেয়ারম্যান ড. শেখ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য তসলিম ইকবাল চৌধুরী, আবু তাহের কোম্পানি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মু. শফি উল্লাহ, সাধারণ সম্পাদক কেনু ওয়ান চাকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App