×

সারাদেশ

যশোর সীমান্তে ১১ কোটি টাকার সোনার বারসহ আটক ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ১১:৫৫ পিএম

যশোর সীমান্তে ১১ কোটি টাকার সোনার বারসহ আটক ৩

ছবি: সংগৃহীত

যশোর সীমান্তে ১১ কোটি টাকার সোনার বারসহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে ১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের ৬১টি সোনার বার রয়েছে। মঙ্গলবার বিকেলে সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রিজ এলাকায় ভারতে পাচারকালে স্বর্ণের বারগুলো আটক করা হয়।

আটক তিন পাচারকারী হলেন- নড়াইলের লোহাগড়া থানার বড়দিয়া গ্রামের বাসিন্দা জাহিদুর রহমান (৪৫) ও একই এলাকার মঙ্গলপুর গ্রামের হৃত্তিক কাজী (২০) ও বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের বেল্লাল হোসেন (২৩)।

বিজিবি জানায়, কায়বা সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক সোনার বার ভারতে পাচার হবে-এমন তথ্য পেয়ে বিজিবি গাজীর কায়বা সাহেবের ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলে আসা তিন পাচারকারীর গতিরোধ করার চেষ্টা করে। পাচারকারিরা তখন পালানোর চেষ্টা করে। বিজিবি এসময় ধাওয়া করে তাদের ৩ জনকে আটক করে। মোটরসাইকেল বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশির পর কৌশলে লুকিয়ে রাখা ৬১টি সোনার বার আটক করা হয়।

খুলনা ২১-বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানিয়েছেন, আটক তিন পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ সোনার বার ট্রেজারি শাখায় জমা দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App