×

সারাদেশ

শাহ আমানতে ধরা পড়লো সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৫:১১ পিএম

https://www.youtube.com/watch?v=0SVGpZUxemc

স্ক্যানিং বিভিন্ন গোয়েন্দা সংস্থার চেকিং থাকলেও এর মধ্যেই সক্রিয় রয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ভিত্তিক স্বর্ণ পাচারকারি আন্তর্জাতিক চক্র। এর মধ্যে মাঝেমধ্যে কিছু ধরা পড়লেও অধিকাংশ সময়েই এসব শক্তিশলী চক্র স্বর্ণ- ডলারসহ বিভিন্ন মূল্যবান পণ্য পাচার করতে সক্ষম হয়।

বিমানবন্দর সুত্রে জানা গেছে, এসব পাচারকারী এতই শক্তিশালী যে তারা বিভিন্ন জায়গা সুচতুরভাবে ‌‌ম্যানেজ করেই তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরে। মাঝে মধ্যে স্বর্ণ পাচারের ক্যারিয়ার (বহনকারী) ধরা পড়লেও মূল হোতারা রয়ে যায় ধরা ছোঁয়ার অন্তরালে।

এরই মধ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় চার কেজি ওজনের ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার দাম প্রায় সাড়ে তিন কোটি টকার মত। প্যান্ট, জুতা এবং পায়ূপথে স্বর্ণের বারগুলো নিয়ে ওই যাত্রী চট্টগ্রামে আসেন বলে কাস্টমস গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর ৬টা ১৮ মিনিটে দুবাই থেকে এসে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওই যাত্রী আসেন।

মোহাম্মদ জিয়া উদ্দিন (২৫) নামে ওই যাত্রীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর গ্রামে বাসিন্দা।

[caption id="attachment_416951" align="alignnone" width="1241"] চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমান স্বর্ণসহ পাচারকারী যাত্রী মোহাম্মদ জিয়া উদ্দিন। ছবি: বিমানবন্দর থেকে সংগৃহীত[/caption]

বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান জানান, ফ্লাইটের ২৮-বি আসনের যাত্রী ছিলেন জিয়া। কাস্টমসের গোয়েন্দা টিম গোপন সংবাদের ভিত্তিতে তাকে চিহ্নিত করে। ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পর তাকে হেফাজতে নিয়ে তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা প্যান্টের ভেতর থেকে ১৫টি ও জুতার ভেতর থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়া পেটের ভেতরে করে আরও স্বর্ণের বার আনার তথ্য আমাদের দেয়। এক্স-রে রিপোর্টের ভিত্তিতে পায়ূপথের মাধ্যমে আরও ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার শরীরে আরো ৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

সাইফুর রহমান আরো জানান, ৩২টি স্বর্ণের বারের মোট ওজন ৩ কেজি ৭২৮ গ্রাম। স্বর্ণালঙ্কারসহ ৩ কেজি ৮২৭ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

[caption id="attachment_416952" align="alignnone" width="1281"] চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমান স্বর্ণসহ পাচারকারী যাত্রী মোহাম্মদ জিয়া উদ্দিন। ছবি: বিমানবন্দর থেকে সংগৃহীত[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App