×

সারাদেশ

নেত্রকোণায় সাংবাদিকদের কর্মবিরতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০৪:৪৬ পিএম

নেত্রকোণায় সাংবাদিকদের কর্মবিরতি

ছবি: ম. শফিকুল ইসলাম, নেত্রকোণা

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের নির্ধারিত নির্বাচনের তারিখে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিবাদে অনিদিষ্টকালের কর্মবিরতি ও প্রতিবাদ সভা পালন করছেন প্রেসক্লাবের সাংবাদিকরা।

বুধবার (২২ মার্চ) সকাল থেকেই শুরু হয় কর্মবিরতি পালন কর্মসূচি। জেলা প্রেসক্লাবের নীচতলায় চলমান এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।

কয়েক ঘন্টাব্যাপী চলমান এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রতিবাদসভা চলাকালে প্রেসক্লাব সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ থাকে। কর্মবিরতি পালনকালে সাংবাদিকরা আদালতের প্রহসনমূলক রায়কে প্রত্যাখ্যান করে সর্বোচ্চ আদালত পর্যন্ত আপিলসহ প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্রকারীদের বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জোর দাবি জানানো হয়।

উল্লেখ্য, ২২ মার্চ প্রেসক্লাব নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও যায়যায়দিন পত্রিকার নেত্রকোণা প্রতিনিধির করা এক মামলার প্রেক্ষিতে ২১ মার্চ মঙ্গলবার উভয় পক্ষের দীর্ঘ শুনানি করে আদালত। পরে বিকেলে সাড়ে চারটায় ভোটগ্রহণে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. আরিফুর ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App